ফ্যাশনের ময়দানে সুকান্ত মজুমদার (ছবিঃX)

নয়াদিল্লিঃ এ বার রাজনীতির পাশাপাশি ফ্যাশনের(Fashion) ময়দানে সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। নয়াদিল্লির (New Delhi) ভারত মণ্ডপে অনুষ্ঠিত অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শোতে র‌্যাম্পে হাঁটলেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্য রূপে ধরা দিয়ে সকললে তাক লাগিয়ে দেন তিনি। এ দিন তাঁর সঙ্গে পায়ে পা মেলান আর এক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উত্তর-পূর্বের স্টাইলে হালকা সাদা রঙের জ্যাকেট, তার উপরে রুপোলি সুতোর কাজ আর গলায় ঝুলছে লম্বা স্কার্ফ, এই পোশাকেই ধরা দেন তাঁরা। দিব্যি গটগটিয়ে র‌্যাম্পে হাঁটেন তাঁরা। ব্লেজার। এই ফ্যাশন শোয়ের পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, 'এটি সংস্কৃতি এবং সৃজনশীলতার উদযাপন! উত্তর-পূর্ব ভারতের প্রাণবন্ত শৈলী প্রদর্শনকারী ফ্যাশন শোয়ে হাজির হয়ে দারুণ সময় কাটালাম। সহকর্মী সুকান্ত মজুমদারকে পাশে পেয়ে আমি গর্বিত। দুই মন্ত্রীকে বিশেষভাবে পেয়ে আপ্লুত নেটিজেনরাও। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে এই র‌্যাম্প ওয়াকের ভিডিয়ো। প্রসঙ্গত, বঙ্গ বিজেপির সভাপতি থেকে কেন্দ্রীয় মন্ত্রী পদে দায়িত্ব পেয়ে কদর বেড়েছে সুকান্তর। সেই সঙ্গে দায়িত্বের পাল্লাও হয়েছে ভারী। তবে এদিন সমস্ত কাজকর্ম থেকে খানিকটা বিরতি নিয়ে নতুন কিছু করলেন সুকান্ত।

রাজনীতির পাশপাশি ফ্যাশনের ময়দানে সুকান্ত, হাঁটলেন র‌্যাম্পে, দেখুন ভিডিয়ো