ফের কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী যখনই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মুখ খোলেন তখনই বিতর্কের জন্ম নেয়। এবার বৃহস্পতিবারে বিধানসভায় যেভাবে বিজেপি বিধায়কদের বহিস্কার করা হয়, তারপর থেকে গিরিরাজ বেনজির আক্রমণ শানিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর ওপর। শুক্রবার কলকাতায় এসে ফের অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গা ইস্যুতে তোপ দেগেছেন তিনি। যদিও কেন্দ্রীয় মন্ত্রী সমালোচনা নিয়ে বিশেষভাবে চিন্তিত নন তৃণমূল শিবির।
কী বললেন গিরিরাজ সিং?
গিরিরাজ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সরকার চোরে ভর্তি। এটা দুর্নীতিবাজ, কাটমানির সরকার। অধিকাংশ নেতা মন্ত্রী দুর্নীতির কারণে জেলে বন্দি রয়েছে। উনি শুধু একটি কাজই মন দিয়ে করছেন, সেটা হল বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের ভারতে প্রবেশ করানোর জন্য রেড কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর এদের প্রতিই বেশি ভালোবাসা রয়েছে। আর এটাই এই রাজ্যের মানুষদের প্রতি সবথেকে বেশি ক্ষতিকারক”।
দেখুন গিরিরাজ সিংয়ের মন্তব্য
এসআইআর বিতর্ক
প্রসঙ্গত, এসআইআর ইস্যু নিয়ে এমনিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করছে তৃণমূল। ঘাসফুল শিবিরের অভিযোগ, ভিনরাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের ওপর হেনস্থা করা হচ্ছে। আর এসআইআর এনে বাংলা থেকে বাঙালিদের তাড়ানোর চক্রান্ত করছে বিজেপি। যদিও পাল্টা বিজেপির দাবি, এসআইআর দিয়ে ভুয়ো ভোটার সড়ানোর কার করছে নির্বাচন কমিশন।