মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: দু’দিনের সফরে রাজ্যে অমিত শাহ। আজ মেদিনীপুরে সভা করছেন তিনি। শুভেন্দু সহ তৃণমূলত্যাগী একাধিক নেতারা বিজেপিতে যোগদান করবেন আজ। সভায় অমিত শাহের পাশে বসেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার রাতে কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ মেদিনীপুরে তাঁর জনসভা। নিউটাউনের একটি হোটেলে ওঠেন তিনি। শহরে পৌঁছে তিনি টুইট করে লেখেন,''কলকাতায় পৌঁছলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহামানবের এই পুণ্যভূমিকে শতকোটি প্রণাম জানাই।

অমিত শাহের বক্তব্য:

  • বাংলার মানুষের কাছে আবেদন আমাদের সুযোগ দিন, বাংলাকে সোনার বাংলা গড়ব
  • যত হিংসা হবে ততই শক্তিশালী হবেন আমাদের কর্মীরা
  • নাড্ডাজির গাড়ির কনভয়ে হামলা হয়েছে, এতে কি আমরা ভয় পাব নাকি?
  • মমতাদির লজ্জা হওয়া উচিত
  • আম্ফানের টাকা তৃণমূলের গুন্ডাদের পকেটে, রেশনের মাল গুন্ডাদের পকেটে
  • এবার দুশোর বেশি সিট পেয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি
  • মমতা দিদি যতদিন আছেন ততদিন স্বাস্থ্যবীমার সুবিধা পাবে না বাংলার মানুষ
  • মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কথা শোনেন না
  • বাংলায় উন্নয়ন হচ্ছে না কেন? কেন সরকারি সাহায্য মিলছে না?
  • দিদি এ তো সবে শুরু নির্বাচন আস্তে আস্তে আপনি একা হয়ে যাবেন
  • একজন লোক দল বদলালে ভেবেই বদলান
  • মা, মাটি ও মানুষের স্লোগান আজ বাংলায় তোলাবাজি, দুর্নীতির স্লোগান হয়ে গেছে
  • সবার প্রথমে আমি এই মেদিনীপুরের ভূমিকে প্রণাম করতে চাই যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল

শুভেন্দু অধিকারীর বক্তব্য:

  • মা কাউকে বলতে হলে নিজের মা ও ভারতমাতাকে মা বলব, অন্য কাউকে নয়
  • কাল বলব তোলাবাজ ভাইপো হটাও
  • আগে বলেছি বিজেপি হটাও দেশ বাঁচাও
  • যেখানে সম্মান নেই সেখানে আমি থাকব না
  • নরেন্দ্র মোদিকে দায়িত্ব দিতে হবে

    রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে

  • এবারে মমতা ব্যানার্জি দ্বিতীয় হবে, প্রথম হবে না
  • দলের নির্দেশ মেনে কাজ করব
  • আমি  বিজেপিত মাতব্বরি করতে আসিনি, কর্মী হয়ে কাজ করতে এসেছি
  • কারা ছিল অটলবিহারী বাজপেয়ির সঙ্গে ?
  • আমাকে বিশ্বাসঘাতক বলছে, কে বলছে ?
  • আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম, তৃণমূলের লোকেরা আমার খোঁজ নেয়নি। অমিত শাহজি খোঁজ নিয়েছেন।
  • মেদিনীপুরের মাটি অনক বিপ্লবের সাক্ষী
  • মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানাচ্ছি।

দীলীপ ঘোষের বক্তব্য:

  • আজকের বিজেপি ভেঙে পড়বে না
  • বিজেপি কর্মীদর বলিদান ব্যর্থ হবে না
  • সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, আমাদের বড় পরিবার সুখী পরিবার