Bhatpara Clash: ফের রাজনৈতিক সংঘর্ষ ভাটপাড়ায়, কাঁকিনাড়ায় খুন দুই তৃণমূল কর্মী
ভাটপাড়ায় টহল দিচ্ছে পুলিস( Photo Credt-ANI)

কলকাতা, ১১ জুন, ২০১৯:‌  সন্দেশখালির রেশ কাটতে না কাটতেই ভাটপাড়ায় (Bhatpara) শুরু হয়ে গেল রাজনৈতিক সংঘর্ষ। খুন হলেন দুই তৃণমূলকর্মী(Trinomool Congress)। সোমবার রাত বারোটা নাগাদ ভাটপাড়া আর্য সমাজ রোডে বাড়ির বাইরে স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন মহম্মদ হালিম নামে ওই প্রৌঢ়। সেই সময় হালিমকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সব মিলিয়ে চারজনের আঘাত লাগে। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহম্মদ হালিমকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়।

এই ঘটনায় আহত হন ওই কর্মীর স্ত্রী-সহ তিনজন। আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।আরও পড়ুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র কেন পদত্যাগ করা উচিত পরিসংখ্যান দিয়ে বোঝালেন মুকুল রায়

পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছেছে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ(RAF) কে বারা কারা এই হামলার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।