ভাটপাড়া: জোরে বক্স বাজানো (loud music) নিয়ে গণ্ডগোলের (Clash) জেরে একটি বিয়েবাড়িতে (Marriage Hall) বোমা মারল দুষ্কৃতীরা (Miscreants Hurl Bomb) । এর ফলে হওয়া দুটি পক্ষের মারামারিতে জখম হয়েছে ৪থেকে পাঁচজন। আর পুলিশ গ্রেফতার করেছে পাঁচজনকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) ভাটপাড়া (Bhatpara) বিধানসভার মোনিনপাড়া (Mominpara) এলাকায়। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। যদিও এখন শান্ত রয়েছে পরিস্থিতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভাটপাড়ার মোনিনপাড়ায় একটি বাড়িতে বিয়ে হচ্ছিল। সেখানে জোরে বক্স বাজানো নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে বিয়েবাড়ির কিছু লোকের কথা কাটাকাটি শুরু হয়। স্থানীয়রা আস্তে বক্স বাজাতে বললে তাতে নাকি গুরুত্ব দেয়নি বিয়েবাড়ির লোকেরা। এই বিষয়টি নিয়ে বচসা চলতে চলতে আচমকা দুপক্ষের মধ্যে মারামারি লেগে যায়। আর তার মাঝেই বিয়েবাড়িতে কিছু দুষ্কৃতী বোমা ছোঁড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার ফলে ৪-৫ জন জখম হয়েছে। আর গণ্ডগোলে জড়িত থাকার জন্য এখনও পর্যন্ত পাঁচজনকে ধরা হয়েছে। চলছে তদন্তও।
North 24 Paraganas, West Bengal | Last night in Mominpara a clash broke out b/w a group from a wedding reception and locals who protested against loud music being played at the function. One group attacked the other with a bomb, 4-5 people injured; 5 people detained: Police pic.twitter.com/7KsZ7JOOUx
— ANI (@ANI) November 27, 2022