কলকাতা, ৩০ জানুয়ারি: সরস্বতী পুজোর (Saraswati Puja) দিন দুই কলেজছাত্রীকে হেনস্থা ও মারধরের অভিযোগ। রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) তাঁদের উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় ৬ যুবক। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এই সময়ের খবর অনুযায়ী, বুধবার সরস্বতী পুজোর দিন দুই বান্ধবী এক বন্ধুর সঙ্গে রবীন্দ্র সরোবরে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই ৬ অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের উপর হামলা চালায়। কলেজ ছাত্রীদের অভিযোগ, তাঁদের চরম হেনস্থা করার পাশাপাশি মারধরও করা হয়। ঘটনায় থানায় অভিযোগ জানান ছাত্রীরা।
অভিযোগ, ছাত্রীদের চশমা এমনকী মোবাইলও ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। তারা প্রত্যেকেই মত্ত ছিল বলে জানানো হয়েছে। ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার লোকজনদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। আরও পড়ুন: Bank Strike From January 31: দেশজুড়ে ফের দুদিনের ব্যাংক ধর্মঘট, মাসের শেষ ও প্রথমে বড়সড় বিপাকে গ্রাহকরা
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। তাদের অনুমান, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরেই এই ঘটনা ঘটেছে।