কয়েকমাস আগেই সাম্প্রদায়িক অশান্তিতে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ (Murshidabad)। এই ঘটনার জেরে সামশেরগঞ্জ, ধুলিয়ানের মতো জায়গা থেকে বহু মানুষ ঘরছাড়া হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ৩ জনের। রক্ত ছড়েছিল পুলিশেরও। এই ঘটনায় বহিরাগতদের হাত রয়েছে, এই অভিযোগ ঘটনার পর থেকেই তুলে আসছিল বিজেপি। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ ছিল সীমান্ত থেকে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশিদের ঢোকাচ্ছে। এবার সেই আবহের মধ্যেই মুর্শিদাবাদ থেকেই আটক ২ অবৈধ বাংলাদেশি নাগরিক। যদিও ধৃতরা ওই হিংসার ঘটনায় কোনওভাবে জড়িত রয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
অভিযুক্তদের কাছে ছিল না কোনও বৈধ নথি
জানা যাচ্ছে, মুর্শিদাবাদের জঙ্গিপুর জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকার তেঘরি গ্রাম থেকে আটক করা হয়েছে দুজনকে। তাঁদের থেকে উদ্ধার হয়নি কোনও বৈধ নথি। পুলিশি জেরায় তাঁরা স্বীকার করেছে অবৈধভাবেই সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করেছিল তাঁরা। যদিও কবে তাঁরা এসেছিল এবং কোন উদ্দেশ্যে তাঁরা এসেছিল সেটা এখনও স্পষ্ট নয়। গ্রেফতারির পর অভিযুক্তদের জঙ্গিপুর আদালতে পেশ করা হলে তাঁদের ৫ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
ঘুরতে এসে গ্রেফতার বাংলাদেশি নাগরিক
এদিন আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেন, পরীক্ষা শেষ হয়েছিল তাই ভারতে ঘুরতে এসে আটক হয় পুলিশের হাতে। যদিও তাঁদের কাছে কোনও বৈধ নথি ছিল কিনা, সেই প্রশ্নের কোনও উত্তর নেই অভিযুক্তদের মুখে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা এদেশে এসে নাশকতার ছক কষেছিল।