Dev (Photo Credits: Twitter)

কলকাতা, ১৫ নভেম্বর: বাংলা জয়ের পর তৃণমূলের (TMC) টার্গেট এখন দিল্লি। তাই ধাপে ধাপে একটা একটা করে রাজ্য ধরে ধরে এগোতে চাইছে তৃণমূল নেতৃত্ব। তাই সামনে ২৫ নভেম্বক ত্রিপুরায় পুরভোট (Tripura Election)। আর সেই ভোটকেই পাখির চোখ করছে তৃণমূল। তাই দেব (Dev), সায়নী ঘোষ সহ এক ঝাঁক স্টার ক্যাপ্নেনার পাঠাচ্ছে তৃণমূল। সঙ্গে থাকছে মন্ত্রীরাও।

সূত্রের খবর, আজ থেকেই ধাপে ধাপে ত্রিপুরায় পৌঁছবেন দলের একাধিক তারকা নেতা, বিধায়ক, সাংসদরা৷ আজই আগরতলায় পৌঁছে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং মনোজ তিওয়ারি৷ তৃণমূলের প্রচার সূচি অনুযায়ী, আগামিকাল থেকে প্রায় প্রতিদিনই আগরতলায় পৌঁছবেন দলের কোনও না কোনও তারকা নেতা, নেত্রীরা৷ সেই তালিকায় নাম রয়েছে জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষরা৷ আগামী ২৩ নভেম্বর ত্রিপুরায় প্রচার সারবেন অভিনেতা সাংসদ দেব৷ এ ছাড়াও ত্রিপুরায় যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ৷ আরও পড়ুন: রাজ্যসভায় তৃণমূলের হয়ে মনোনয়ন পেশ লুইজিনহো ফালেইরো-র

অন্যদিকে, নাম ঘোষণার পরই মনোনয়ন পেশ করলেন লুইজিনহো ফালেইরো (Luizinho Falerio)। এদিন তৃণমূলের হয়ে রাজ্যসভায় মনোনয়ন পেশ করেন তিনি। গত শনিবার রাজ্যসভায় (Rajya Sabha) অর্পিতা ঘোষের (Arpita Ghosh) ছেড়ে যাওয়া আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে (Luizinho Faleiro) মনোনীত করেছিল তৃণমূল (TMC)। ওই দিন দলের টুইটার হ্যান্ডেলে একথা জানানো হয়েছিল। টুইটে লেখা হয়, ‘লুইজিনহো ফেলেইরোকে সংসদের উচ্চকক্ষে মনোনীত করতে পেরে আমরা অত্যন্ত খুশি। জাতির সেবা করার জন্য তাঁর আগ্রহ সাধারণ মানুষের কাছে ব্যাপক ভাবে প্রশংসিত হবে বলেই আমরা বিশ্বাস করি।’

নির্বাচন হবে ২৯ নভেম্বর। আর অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর। লুইজিনহো ফালেইরো গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে তৃণমূলের জাতীয় সহ সভাপতি। এই মুহূর্তে গোয়া তৃণমূলের দায়িত্বেও রয়েছেন তিনি। এই মুহূর্তে যা অবস্থা তাতে লুইজিনহোর বিরুদ্ধে কোনও বিরোধী দল প্রার্থী দেবেনা এমনটাই জানা যাচ্ছে। লুইজিনহো টুইট করে পার্টির সদস্যদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এছারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁকে মনোনিত করার জন্য।