Trinamool Councilor Murdered (Photo Credit: X)

কলকাতা: দিবালোকে খুন হলেন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার শহরের জনবহুল এলাকায় দলীয় কার্যলয়ের কাছেই খুন হন দুলাল সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে বের হওয়ার পর দুলাল তাঁর দোকানে বসে ছিলেন, সেসময় হামলার ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে চড়ে চারজন হামলাকারী এসে মোট চার রাউন্ড গুলি চালায়।ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দুলাল সরকারকে হত্যার সিসিটিভি ফুটেজ

দুলাল সরকারের মৃত্যুর জন্য শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিহার নবান্নে এক বৈঠকে এই খুনের জন্য পুলিশকেই দুষলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশি নিষ্ক্রিয়তাতেই এই খুন হয়েছে। ফিরহাদ হাকিমকে তিনি মালদায় যেতে বলেছেন বলে জানান।