Saltlake Fire: সল্টলেকে পুড়ে ছাই পরিবহণ দফতরের অফিস
বিধ্বংসী আগুন( Photo Credit-ANI)

কলকাতা, ১০ জুন, ২০১৯:‌ ফের শহরে অগ্নিকাণ্ড। সল্টলেকের(Saltlake) সিবি ব্লকের ১৬৯ নম্বর বাড়িতে রবিবার রাতে আগুন(Fire)লাগে। বাড়িটিতে পরিবহণ দপ্তরের অফিস ছিল। দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিবেশীরাই প্রথমে ধোঁয়া বেরোতে দেখে দমকলকে খবর দেন। দমকল পৌঁছনোর আগেই গোটা বাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বোস(Sujit Bose), স্থানীয় কাউন্সিলর রাজেশ চিরিমার ও বিধান নগর উত্তর থানার পুলিশ। দমকলের দুটো ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি।আরও পড়ুন,Howrah Fire:হাওড়ার জগন্নাথ ঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। সেসময় অফিসে কেউ ছিলেন না। বাড়ির ওপরের তলায় যাঁরা ছিলেন তাঁরা তড়িঘড়ি নীচে নেমে আসেন। ফলে বড় কোনও বিপত্তি ঘটেনি। কয়েকদিন আগেই হাওড়ার জগন্নাথ ঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে এক বেসরকারি সংস্থার রাসায়নিকের গোডাউন।