কলকাতা, ২২ জুলাই: শহরের রাজপথে ফের শ্লীলতাহানি। চলন্ত বাইকারের শ্লীলতাহানির শিকার হলেন টলিউড অভিনেত্রী। সন্ধ্যাবেলা শুটিং থেকে ফিরে একটি ক্যাফেতে যাচ্ছিলেন তিনি। রাস্তাতেই চলন্ত বাইক থেকে হাত বাড়িয়ে তাঁর সঙ্গে অসভ্যতা করে পালিয়ে যায় এক যুবক। দুষ্কর্ম ঘটানোর পর বাইকটি গতি বাড়িয়ে দেওয়ায় কোনওরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি নির্যাতিতা। তবে বাইকের নম্বরটির শেষ চারটি সংখ্যা মনেছিল। তারই ভিত্তিতে যাদবপুর থানায় শ্লীলতহানির অভিযোগ দায়ের করেছেন তিনি। কলকাতা যে আর নিরাপদ নয়, তা এই ঘটনাই ফের মনে করিয়ে দিল। আরও পড়ুন-Swastika Dutta: সাতসকালেই অ্যাপ ক্যাবচালকের হেনস্তার শিকার টলি অভিনেত্রী, ফেসবুকে শোরগোল
একমাসের মধ্যেই একের পর এক অভিনেত্রী হেনস্তার ঘটনা ঘটে চলেছে শহরে। এনিয়ে ফেসবুক লাইভে ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই অভিনেত্রী রূপান্বিতা দাস। রবিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকার বিজয়গড় এলাকায়। জানা গিয়েছে, অভিযোগকারিণীর বাড়ি স্থানীয় বাপুজি নগর এলাকায়। তাঁক যখন বাইকার নোংরাভাবে স্পর্শ করে তখনই তিনি চিৎকার করে ওই বাইক আরোহীকে তাড়া করেন। কিন্তু বাইকটি মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। সোমবার ওই অভিনেত্রী বলেন, ‘‘ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। ১০ নম্বর পুকুরপাড় এলাকায়।’’
ওই সময়ের মধ্যেই বাইকটির নম্বর প্লেটের শেষ চারটি সংখ্যা লিখে নেন তিনি। তারপরেই স্থানীয় যুবকদের ঘটনাটি জানান। এরপর তাঁদের সহায়তায় যাদবপুর থানায় যান অভিযোগ জানাতে। তাঁর অভিযোগ,পুলিশে অভিযোগ জানাতে গিয়ে প্রথমে রীতিমতো অসহযোগিতার মুখে পড়তে হয় তাঁকে। সোমবার তিনি বলেন,‘‘আমাকে থানার অফিসার বলেন, একটা ছবি তুলতে পারেননি বাইকটার?” যদিও পুলিশের দাবি, তাঁরা অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছেন। সোমবার তাঁরা ফের এক দফা অভিযোগকারিণীর সঙ্গে কথা বলেন। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। গোটা ঘটনায় ক্ষোভে ফুটছে শহরবাসী।