Gold Rate Today (Photo Credits: X)

Gold Price Today: শেষ হয়েছে কার্তিক মাস। ক্যালেন্ডারে অগ্রায়ণ মাসের সূচনা হয়েছে। বাঙালির বিয়ের মরসুমের বাদ্যি বেজে গিয়েছে। আর বিয়ে মানেই সোনার গয়নার চাহিদা তুঙ্গে পৌঁছয়। পাত্র-পাত্রীর জন্য সোনা কেনা হোক কিংবা উপহারে দেওয়ার জন্যে, সোনালী ধাতুর আগুন দামে হাত পোড়ে কমবেশি সকলেরই। তবে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে সোমবার আরও কিছুটা কমল সোনার দাম। প্রায় এক সপ্তাহ ধরেই নিম্নমুখী হলুদ ধাতুর দাম। গত সোমবার থেকে শনিবার পর্যন্ত সোনার দামে পতন অব্যাহত রেখে আজ সোমবারও কিছুটা কমেছে তার দাম।

ধনতেরাস এবং বিয়ের মরসুম, বছরে এই দুটি সময়েই সোনার (Gold) চাহিদা সবচেয়ে বেশি থাকে। আর এই সময়ে যদি সোনার দাম আগুন থাকে তাহলে স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের ব্যবসা এবং ক্রেতাদের কেনাকাটায় মন্দা চলে। তবে অগ্রায়ণ শুরুর আগে থেকেই সোনার দাম নিম্নমুখী ছিল। বিয়ের মরসুমে যা মুখে হাসি ফুটিয়েছে দোকানদার এবং ক্রেতাদের মুখে। সোমবার কলকাতায় সোনার দাম কত হল দেখুন...

২৪ ক্যারেট সোনার দাম - ৭,৬৩১ টাকা/প্রতি গ্রাম।

২২ ক্যারেট সোনার দাম (কিনতে গেলে) - ৬৯৯৫ টাকা/প্রতি গ্রাম

২২ ক্যারেট সোনার দাম (বিক্রি করলে) - ৬,৭৮৭ টাকা/প্রতি গ্রাম

১৮ ক্যারেট সোনার দাম - ৫,৭২৩ টাকা/প্রতি গ্রাম

সোমবার কলকাতায় রূপোর দাম প্রতি কেজিতে ৮৯,৭৩৪ টাকা।