ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) পড়ুয়ার রহস্যমৃত্যু। ক্যাম্পাসের মধ্যে ৪ নম্বর গেটের থেকে কিছুটা দূরেই একটি ঝিল থেকে উদ্ধার হয় তৃতীয় বর্ষের ইংরাজি বিভাগের স্নাতকস্তরের এক তরুণীর দেহ। ঘটনার পর থেকে যাদবপুরে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনও পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই এবং বিশ্ববিদ্যালয় চত্বরে টহল দেওয়ার মতো বেশি পরিমাণে নিরাপত্তা নেই, এই অভিযোগ আগেই করেছিলেন পড়ুয়ারা। যদিও সেই অভিযোগ মেনেও নিয়েছেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত।

বিক্ষোভে ছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য

এদিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান এভিবিপির কর্মী সমর্থকেরা। বাইরে দীর্ঘক্ষণ প্রতিবাদ দেখালেও তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এরপর ৮বি বাসস্ট্যান্ডের সামনে জমায়েত করে এই ঘটনার বিক্ষোভ প্রদর্শন করা হয়। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। নেতৃত্ব দেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

দেখুন ভিডিয়ো

আগেও পড়ুয়ার মৃত্যু হয়েছে যাদবপুরে

বছর দুয়েক আগে ২০২৩-এও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছিল। হোস্টেলে থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক প্রথমবর্ষের পড়ুয়ার। তারপর থেকেই এসএফআই ও বাম ছাত্র সংগঠনকে দাদাগিরি নিয়ে প্রশ্ন ওঠে। দাবি ওঠে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। সেই সময়ও ক্যামেরা লাগানো নিয়ে প্রতিবাদ করেছিলেন বাম ছাত্রনেতারা। এবার সেই গাফিলতির কারণেই ছাত্রীর মৃত্যুর ঘটনা আসল কারণ জানতে পারছে না তদন্তকারীরা।