Election Results 2022 Live: দক্ষিণে গড় ধরে রেখে পাহাড়ে খাতা খুলল তৃণমূল, তপন কান্দুর ওয়ার্ড ধরে রাখল কংগ্রেস, বাম ১ বিজেপি ০
TMC (Photo Credits: Facebook)

কলকাতা, ২৯ জুন: রাজ্যের ৩টি জেলার পুরসভার মোট ৬টি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের উপনির্বাচনের ফল ঘোষিত হল।  তাতে তৃণমূলের দাপট অব্যাহত। ৬টি-পুরসভার উপনির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি নজর ছিল পুরুলিয়ার ঝালদায় খুন হওয়া কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর কেন্দ্রে। ঝালদা পুরসভার সেই ২ নম্বর ওয়ার্ডে জিতলেন তপন কান্দুর ভাইপো কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। রাজ্যের শাসক দলের কাছে দারুণ খবর, পাহাড়ে খাতা খুলল তৃণমূল। পাশাপাশি ভাটপাড়া, দমদম, দক্ষিণ দমদম, পানিহাটি ও দক্ষিণ দমদমের একটি করে ওয়ার্ডের উপনির্বাচনেও সহজ জয় পেল দিদির দল। বামেদেরও খালি হাতে ফেরাল না এই উপনির্বাচন।

চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে জিতলেন সিপিআইএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। তবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি একেবারে শূন্যে শেষ করল। পুরুলিয়া থেকে পাহাড়, চন্দননগর থেকে পানিহাটি সব জায়গায় হতাশ করল বিজেপি-র ফল। গত ৬ জুন রাজ্যের ৬টি পুরসভার উপনির্বাচন হয়। আরও পড়ুন: গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দিলেন একনাথ শিন্ডে-সহ কয়েকজন শিবসেনা বিধায়ক

এখনও পর্যন্ত ৬টি ওয়ার্ডের পুর উপনির্বাচনের স্কোরবোর্ড- তৃণমূল: ৪ বাম:১, কংগ্রেস:১, বিজেপি:০।

এক নজরে ফলাফল

জেলা: পুরলিয়া, পুরসভা: ঝালদা

ওয়ার্ড নম্বর: ২, জয়ী: মিঠুন কান্দু (কংগ্রেস)কংগ্রেসের মিঠুন কান্দি জয়ী তৃণমূলের জগন্নাথ রজকের বিরুদ্ধে ৭৭৮ ভোটে

জেলা- উত্তর ২৪ পরগনা. পুরসভা-পানিহাটি

ওয়ার্ড নম্বর:  ৮, জয়ী মিনাক্ষী দত্ত (তৃণমূল)

তৃণমূলের মিনাক্ষী দত্ত জয়ী ২২৭৪ ভোটের ব্যবধানে

তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের খুন হওয়ায়, এই ওয়ার্ডে উপনির্বাচন হয়।

জেলা- উত্তর ২৪ পরগনা. পুরসভা- দমদম

ওয়ার্ড নম্বর: , জয়ী:  তাপস রায় (তৃণমূল)

তৃণমূল প্রার্থী তাপস রায় জয়ী ২,৭৪৭ ভোটের ব্যবধানে।

জেলা- উত্তর ২৪ পরগনা. পুরসভা-দক্ষিণ দমদম

ওয়ার্ড নম্বর:  ২৯, জয়ী:  বনশ্রী চট্টোপাধ্যায় (তৃণমূল)

তৃণমূলের বনশ্রী চট্টোপাধ্যায়  জয়ী ২২৭৪ ভোটের ব্যবধানে।

জেলা- উত্তর ২৪ পরগনা. পুরসভা-ভাটপাড়া

ওয়ার্ড নম্বর- , জয়ী কনকলতা দাস (তৃণমূল)

তৃণমূলের কনকলতা দাস জয়ী ৯৫৫ ভোটে

জেলা- হুগলি. পুরসভা-চন্দননগর

ওয়ার্ড নম্বর:  ১৭, জয়ী: অশোক গঙ্গোপাধ্যায়  (সিপিএম)

সিপিএমের অশোক গঙ্গোপাধ্যায় জয়ী ১৩০ ভোটে।

পাহাড়ের ফল

কালিম্পিং ৩৫ নম্বর সমষ্টি দখল  তৃণমূলের।