কলকাতা: বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ জেলবন্দি রয়েছেন তৃণমূলের একাধিক বিধায়ক ও নেতা। এর ফলে বেশিরভাগ সাধারণ মানুষের মনে পশ্চিমবঙ্গের শাসকদল সম্পর্কে খারাপ ধারণার জন্ম হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর মাঝেই আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে জাতীয় দলের তকমা হারানোর বিষয়টি। এই পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের ফের চাঙ্গা করতে ও রাজ্যের সাধারণ মানুষকে বার্তা দিতে ২ মাসব্যাপী একটি কর্মসূচী শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ২৫ এপ্রিল 'তৃণমূলে নবজোয়ার' (Trinamooley Nabajowar) নামে ওই কর্মসূচীটি শুরু করা হবে।
বৃহস্পতিবার এপ্রসঙ্গে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক (General Secretary, TMC) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, "আগামী ২৫ এপ্রিল ২ মাসব্যাপী (two-month campaign) তৃণমূলে নবজোয়ার নামে প্রচার কর্মসূচীটির সূচনা করবে তৃণমূল কংগ্রেস (TMC)। জনসংযোগমূলক এই কর্মসূচীর (public outreach campaign) মাধ্যমে সাধারণ মানুষ কী সমস্যার (problems) মুখোমুখি হচ্ছেন তা জানতে চাইছি আমরা। এই কর্মসূচীর একটা অংশ হিসেবে মানুষ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (upcoming panchayat polls) তাঁদের এলাকার দলীয় প্রার্থী (party candidates) নিজেরাই ঠিক করবেন।"
Kolkata | TMC will launch a two-month campaign- 'Trinamooley Nabajowar'- on 25th April. Through this public outreach campaign, we want to know about the problems being faced by the people. As part of the campaign, people will select party candidates for the upcoming panchayat… pic.twitter.com/3poceMkC2W
— ANI (@ANI) April 20, 2023