মমতা ব্যানার্জি। ফাইল ছবি ( Photo credit-PTI)

কলকাতা, ২১ ডিসেম্বর: আগামী ২৯ ডিসেম্বর বোলপুরে রোড শো'র  (Road Show) আয়োজন করছে তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপির রবিবারের 'শাহি' রোড শো করবে তৃণমূল। নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল নেতাদের বক্তব্য, বহিরাগতদের নিয়ে নয়, বোলপুরের মানুষকে নিয়েই হবে এই রোড শো। ডাক বাংলো মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত।