কলকাতা: আগামী ২৯ নভেম্বর কলকাতার ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনে জনসভা (BJP's mega rally) করার অনুমতি চেয়েছিল পশ্চিমবঙ্গ বিজেপি। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে হতে চলা ওই সভার জন্য অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এরপরই কলকাতা হাইকোর্টের (Calcutta HC) দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি (WB BJP)।
শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিজেপির আবেদনে সাড়া দিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে জনসভা করার অনুমতি দেওয়ার নির্দেশ দেয় পুলিশকে। শনিবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (TMC Vice President Jay Prakash Majumdar)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "হাইকোর্ট অনুমতি দিয়েছে বা পুলিশকে বিজেপির সভা করার জন্য অনুমতি (permission) দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এই প্রথম নয়। ২০১৪ সালের ২৯ নভেম্বরও বিজেপি একই রকমের একটা সভা করেছিল। যেখানে অমিত শাহও (Amit Shah) উপস্থিত ছিলেন। এটা টিএমসির (TMC) পথ বা বিষয়গুলিকে নকল করার একটি খুব খারাপ প্রচেষ্টা (attempt)। তবে ওদের এটা করতে দিন. আমাদের কোনও সমস্যা নেই।" আরও পড়ুন: Sujay Krishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্রের গলার স্বর পরীক্ষার জন্য জোকার ESI হাসপাতালকে মেডিকেল বোর্ড তৈরির নির্দেশ
দেখুন ভিডিয়ো:
#WATCH | On Calcutta HC granting permission to BJP to hold a mega rally in Kolkata on 29th Nov, Jay Prakash Majumdar, Vice President of TMC says, "...High court has given permission or instructed the police to give permission for BJP's meeting. But this is not the first time. In… pic.twitter.com/3XR4TVahDu
— ANI (@ANI) November 25, 2023