TMC unveils manifesto for Kolkata Municipal Corporation polls. (Photo Credits: Twitter)

কলকাতা, ১১ ডিসেম্বর: আগামী ১৯ ডিসেম্বর, রবিবার কলকাতা পৌরসভা (Kolkatab Municipal Corporation) নির্বাচন। তার আগে আজ, শনিবার ঢালা প্রতিশ্রুতি দিয়ে প্রকশ করা হল তৃণমূলের (TMC ) ইস্তেহার (Manifesto)। গত দশ বছর ধরে কলকাতা পুরসভা তৃণমূলের দখলে। এবারও ক্ষমতা ধরে রাখার ব্যাপারে অনেকটাই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে কলকাতা পুরভোটে নির্বাচনী ইস্তেহারে স্পষ্ট, ভোটারদের খুশি করার সব চেষ্টাই করা হয়েছে। পুর পুরসভা আরও উন্নত, আরও হাতের কাছে পৌঁছে দেওয়া, সঙ্গে নতুন কিছু উদ্যোগের কথা ঘোষণা করা হল তৃণমূলের ইস্তেহারে।

'কলকাতার ১০ দিগন্ত' নামে এই ইস্তেহারে  নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবার কলকাতা পুরভোটে একাই লড়ছে তৃণমূল। ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। আগামী সপ্তাহের রবিবার, ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।  আরও পড়ুন: অবশেষে রাজ্যে ওমিক্রন? দোহা থেকে কলকাতায় ফিরে কোভিড পজিটিভ মহিলা

তৃণমূলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, মালা রায়, ফিরহাদ হাকিম, তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মত দলের শীর্ষ নেতৃত্ব।

আসুন দেখা যাক তৃণমূলের ইস্তেহারে কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে--

গৃহহীনদের রাত্রিবাসের জন্য ১২টি কেন্দ্র তৈরি করা হবে।

যে কোনও দরকারেই আর পুরসভার অফিসে ছুটতে হবে না। সব দফতরেই অনলাইনে আবেদন।

'সমাধান অ্যাপে'র মাধ্যমে ১৪ দিনেই সমস্যা সমাধান।

শহরের নিকাশি ব্যবস্থায় বিশেষ নজর দেওয়া হবে। শহরে আরও ২০০টি অতিরিক্ত পাম্প বসানো হবে যাতে জল না জমে।

টালিগঞ্জ, যাদবপুরে জল সমস্যা সমাধান করা হবে।

গর্তবিহীন কলকাতার রাস্তায় নজর।

রাজ্যে ১০০টি ইংলিশ মিডিয়াম স্কুল করা হবে।

স্বাস্থ্যকেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই হবে ডায়াগনস্টিক সেন্টার।

আরও ৩০টি ডেঙ্গু নির্ধারণ কেন্দ্র তৈরি হবে।

পার্ক, বাজার, ঘাট পরিষ্কার রাখা হবে।

প্রতি ওয়ার্ডে তৈরি করা হবে কমিউনিটি হল।

প্রতি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচাগার। তার পাশেই থাকবে বেবি কেয়ার রুম।

৫০০টি এসি বাসস্টপ।