প্রতীকী ছবি(Photo Credit: IANS)

হলদিয়া, ৯ নভেম্বর: রাজনৈতিক বিরোধিতা রয়েছে চরমে। বিজেপি কর্মীরা যে রাস্তায় হাঁটেন পারলে তৃণমূল কর্মীরা সেই রাস্তা এড়িয়ে চলেন। এমনই পরস্পরের দলীয় সম্পর্ক। রাজ্যের শাসক ও প্রধান বিরোধী দল। এক পক্ষ ২০২১-এর ভোটে ফের ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। আর এক পক্ষ প্রথমবার রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টায় জান লড়িয়ে দিচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতটা মারমুখী পাল্টা তৃণমূলও কম যায় না। এবার কি না দিলীপবাবুর সভায় গিয়ে খাবার খেয়ে নিল তৃণমূলের কর্মী সমর্থকরা। এমনই অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার। এদিন হলদিয়াতে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক সভা ছিল। আরও পড়ুন-Chiranjeevi Tests Positive for COVID-19: এবার করোনা আক্রান্ত দক্ষিণী অভিনেতা চির়ঞ্জীবী, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী কেসিআর-এর সঙ্গে দেখা করেন তিনি

সেই সভায় আগত দলীয় কর্মী সমর্থকদের জন্য খাবারেরও বন্দোবস্ত করা হয় স্থানীয় এক কর্মীর বাড়িতে। হলদিয়ার ১৫ নম্বর ওয়ার্ডে থাকেন ওই কর্মী। সেখানেই সভাশেষে বিজেপির কর্মী সমর্থকদের খাওয়াদাওয়ার ব্যবস্থা ছিল। অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর আইজুল রহমানের অনুগামীরা নাকি সেই বাড়িতে চড়াও হয়ে সমস্ত খাবার খেয়ে নিয়েছে। যদিও বিজেপির এহেন হামলা করে খাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আইজুল রহমান। তিনি এমনভাবে বললেন যেন এরকম কিছু ঘটেছে যা তাঁর জানাই নেই। তিনি প্রথম শুনছেন ঘটনা। যদিও বিজেপি কর্মীদের জন্য করা খাবারের আয়োজন তৃণমূল কর্মীদের পেটে চলে যাওয়াকে কেন্দ্র করে হলদিয়াতে ছড়িয়েছে চাঞ্চল্য। যুযুধান দুই পক্ষই এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে দোষারোপ করতে উঠেপড়ে লেগেছে।