Photo Credits: ANI

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব (WB panchayat elections nomination) শুরু হওয়ার পর থেকে গণ্ডগোল (Clash) শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ভাঙড়ে মৃত্যু হয়েছে তিন জনের। ইতিমধ্যেই এই সমস্ত ঘটনার জন্য রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ও রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা। পরিস্থিতি উত্তপ্ত দেখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রতিটি জেলায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করে ভোট করানোর নির্দেশ দিয়েছে।

অন্যদিকে শুক্রবারই ভাঙড়ে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। হিংসার (violence) ঘটনা আটকানোর জন্য তিনি কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। এরপরই কাকদ্বীপের সভা থেকে রাজ্যপাল, বিজেপি, সিপিএম-কংগ্রেস জোট ও আইএসএফের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়ে মুখ খুলে রাজ্যপালের (Governor) তুমুল সমালোচনা করার পাশাপাশি বিজেপির (BJP) মদতে রাজ্যজুড়ে হিংসার ঘটনা ঘটছে বলে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (TMC State Gen Secy Kunal Ghosh)।

এপ্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইয়ের সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রাজ্যপালের নিরপেক্ষ (impartial) থাকা উচিত। তা না করে বিরোধীরা (opposition) যে পয়েন্টগুলি নিয়ে অভিযোগ জানাচ্ছে সেগুলিকেই প্রতিষ্ঠিত (establish) করার চেষ্টা করছেন উনি। আসলে এটা বিজেপির অ্যাজেন্ডা (agenda)। বিজেপির মদতেই আইএসএফ (ISF), সিপিএম (CPIM) ও কংগ্রেস (Congress) এই হিংসা ছড়াচ্ছে। এটা বিরোধীদেরই পরিকল্পনা।" আরও পড়ুন: Cattle Smugglers Attack BSF Personnel: গোরু পাচার আটকানোর জের, কোচবিহারে সীমান্তরক্ষী বাহিনীর উপর হামলা চালিয়ে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা স্বশস্ত্র দুষ্কৃতীদের

দেখুন ভিডিয়ো: