ফাইল ফটো (Photo Credits: Wikimedia Commons)

কুচলিবাড়ি: রাতের অন্ধকারে ভারত (India) থেকে বাংলাদেশে (Bangladesh) গোরু পাচারের (Cattle Smuggling) চেষ্টা করছিল পাচারকারীরা। বিষয়টি দেখতে পেয়ে তাদের আটকানোর চেষ্টা করেন সীমান্তে (border) কর্তব্যরত বিএসএফ জওয়ানরা (BSF personnel)। এর জেরে ধারালো ও ভোঁতা অস্ত্র (sharp and blunt weapon) নিয়ে হামলা (attack) চালিয়ে তাঁদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র (weapons) ছিনিয়ে নেওয়ার চেষ্টা (tried to snatch) করে ওই স্বশস্ত্র দুষ্কৃতীরা (miscreants)। যদিও তাতে সাফল্য আসেনি। উলটে বিএসএফ জওয়ানদের তাড়ায় ঘটনাস্থল থেকে পালাতে বাধ্য হয় তারা। এই বিষয়ে বিএসএফের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ (written information) দায়ের করার পরে তদন্ত শুরু করেছে তারা।

এপ্রসঙ্গে কোচবিহারের পুলিশ সুপার (Cooch Behar SP) সুমিত কুমার বলেন, "আজ ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ কুচলিবাড়ি পুলিশ স্টেশনে (Kuchlibari PS) অর্জুন বর্ডার আউটপোস্টে (Arjun BOP) কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা একটি লিখিত অভিযোগ করেছেন। তাতে তাঁরা উল্লেখ করেছেন যে রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ ভারতীয় সীমান্ত এলাকা টহলদারি চালানোর সময় লক্ষ্য করেন যে কয়েকজন দুষ্কৃতী কিছু গোরু নিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। বিষয়টি দেখতে পেয়েই তাদের চ্যালেঞ্জ জানান (challenged) সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তখন ওই দুষ্কৃতীরা তাঁদের উপর ধারালো ও ভোঁতা অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। অভিযোগ পাওয়ার পরেই তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।" আরও পড়ুন: Sukanta Majumdar Writes To Amit Shah: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া হিংসাত্মক পরিস্থিতি ঠেকাতে অবিলম্বে হস্তক্ষেপ করুন, অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের