কলকাতা: ১০০ দিনের কাজের (MGNREGA) বকেয়া-সহ একাধিক সামাজিক প্রকল্পের (social security schemes) টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ জানিয়ে গত ২ ও ৩ অক্টোবর দিল্লির (Delhi) যন্তরমন্তর ও রাজঘাটে বিক্ষোভ (protest) প্রদর্শন করে তৃণমূল (TMC)। কিন্তু, সেখানে প্রশাসনের কড়াকড়িতে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি সেই অর্থে সাড়া ফেলতে পারেনি বলে অভিমত রাজনৈতিক মহলে। এরপরই কলকাতায় ফিরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজভবনের সামনে ধরনার পরিকল্পনা নেয় ঘাসফুল শিবির। কিন্তু, জানা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসও বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে চলে গেছেন। তাই বৃহস্পতিবার বিকেলে কলকাতার রাস্তায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করলেন তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা।
দেখুন ভিডিয়ো:
#WATCH | West Bengal Minister and TMC leader Shashi Panja says, "The protests in Delhi were with 2 motives - Bengal's deprivation of funds since December 2021 & those who have worked have not gotten their wages, which is against the act the basic act. The intention was to meet… pic.twitter.com/68jVIFRCQh
— ANI (@ANI) October 5, 2023
পরে এপ্রসঙ্গে তৃণমূল নেত্রী ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) বলেন, "দিল্লিতে (Delhi) প্রতিবাদ করার দুটো লক্ষ্য ছিল। প্রথমত, ২০২১ সালের ডিসেম্বর থেকে বাংলায় যাঁরা কাজ করেছিলেন তাঁরা টাকা পাননি। যে বিষয়টি সাধারণ আইনের বিরুদ্ধে। তাই তার বিরুদ্ধে প্রতিবাদ করা। দ্বিতীয়ত, এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলা। কেন্দ্রীয় মন্ত্রীকে পাওয়া যায়নি। কিন্ত, তাঁর রাষ্ট্রমন্ত্রী থাকলেও তিনি চলে যান। এর পাশাপাশি আমরা বাংলা দেখেছি কীভাবে আমাদের যাওয়ার আগে ট্রেন বাতিল করে দেওয়া হল। যাতে করে আমরা ১০০ দিনের কাজে অংশ নেওয়া শ্রমিকদের নিয়ে যাচ্ছিলাম। দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখানোর সময় আমরা দেখতে পাই চারপাশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের জনপ্রতিনিধি, সাংসদ ও মন্ত্রীদের সঙ্গে বাজে ব্যবহার করেছে দিল্লি পুলিশ। তবে আমাদের এই প্রতিবাদ চলবে। গোটা দেশের মানুষকে আমরা দেখাতে চাই যে কেন্দ্রে বিজেপি সরকার (BJP government) থাকলে গোটা দেশকে কীভাবে বঞ্চিত করবে।" আরও পড়ুন: Chandrababu Naidu: বাড়ল দুর্নীতির দায়ে ধৃত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর হেফাজতের মেয়াদ
দেখুন ভিডিয়ো:
#WATCH | TMC workers stage protest against the Central Government alleging a lack of fund allocation for MGNREGA & other social security schemes for West Bengal. pic.twitter.com/79tNpISfVg
— ANI (@ANI) October 5, 2023