আজ শনিবার অসম (Assam) সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে (Kaziranga National Park) জঙ্গল সাফারি করেন তিনি। হাতির পিঠে চেপে ক্যামেরা হাতে জাতীয় উদ্যান উপভোগ করতে দেখা গিয়েছে মোদীকে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির অসাধারণ অভিজ্ঞতা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। মোদীর কাজিরাঙ্গা জঙ্গল সফারির নিয়ে এবার তোপ দাগালেন রাজ্যসভায় তৃণমূলের মনোনীত প্রার্থী সাগরিকা ঘোষ (Sagarika Ghose)। হিংসা বিধ্বস্ত মণিপুর প্রসঙ্গ টেনে বর্ষীয়ান সাংবাদিক প্রশ্ন তুললেন, মোদীর 'নিউ ইন্ডিয়া'র মানচিত্রে কি মণিপুর নেই?
কাজিরাঙ্গা থেকেই ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে মণিপুর (Manipur)। যেখানে টানা ১০ মাসের বেশি সময় ধরে সাম্প্রদায়িক হিংসা চলেছে। কিন্তু একবারের জন্যেও সেখানে পা রাখেননি প্রধানমন্ত্রী। এমনকি মণিপুরের অশান্তি নিয়ে বাক্যব্যয় করেছেন খুব মেপেই। মোদীর মণিপুর অবহেলা নিয়ে ফের সোচ্চার তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার রাজ্যসভায় তৃণমূলের মনোনীত প্রার্থী সাগরিকা ঘোষ এক্স হ্যান্ডেল থেকে মোদীর কাজিরাঙ্গা জঙ্গল সফারির ছবি তুলে ধরে মনে করিয়েছেন মণিপুর হিংসার কথা। সেই হিংসার আগুনে ২০০-র বেশি মানুষ বলি হয়েছে। বহু সেনাকর্মীদের অপহরণ করা হয়েছে সেখানে। ঘর ছাড়া হয়েছিলেন কতশত মানুষ।
দেখুন টুইট...
Respected @narendramodi ji. Hope you had a nice safari. Manipur is just over 350 kms from Kaziranga. In Manipur after 10 months of violence, almost 200 have died and there have been several incidents of army officers being abducted. Given how you criss cross India, why did you… https://t.co/lBCl8i75TS
— Sagarika Ghose (@sagarikaghose) March 9, 2024
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপির এক এবং একমাত্র মুখ হয়ে প্রচারে নেমেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্য রাজ্য ঘুরে জনসভা করে, কয়েশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, শিলাবিন্যাসের মধ্যে দিয়েই বিজেপির প্রচার চালাতে মাঠে নেমেছেন খোদ নমো। সাগরিকার কটাক্ষ, 'আপনি সারা দেশ ঘুরে সভা করছেন। তাহলে আজ কাজিরাঙ্গা থেকেই ৩৫০ কিলোমিটার দূরে মনিপুরে থামলেন না কেন? নাকি মণিপুর নিউ ইন্ডিয়া-র মানচিত্রেই নেই'।