দেশজুড়ে আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে। এই নিয়ে রাজ্যজুড়ে চিকিৎসকরা যেমন প্রতিবাদ করছে তেমনই দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানা, কেরল, অসম, বিহার সহ একাধিক রাজ্যের চিকিৎসকরাও এই নিয়ে প্রতিবাদ করেছে। এমনকী জাতীয় স্তরে এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি করেছে চিকিৎসক সংগঠনগুলির সদস্যরা। আরজি কর হাসপাতালে এখনও পরিষেবার চালিয়েও আন্দোলন করছেন বহু চিকিৎসক। এদিকে চিকিৎসা পরিষেবার এই অচলাবস্থা দেখে অনেক পরিবারই রোগীদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এমন দাবি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তুলেছিলেন।
এবার এই নিয়ে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। তিনি বলেন, "মেয়েটির সঙ্গে যেটা হয়েছে সেটা জঘন্য অপরাধ। এই অন্যায় নৃশংস অপরাধের ঘটনা যে শুনছে সেই শিউরে উঠছে। এই অবস্থায় আমি ওনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মী, আন্দোলনকারীদের প্রতি আমার সহানুভুতি রয়েছে। আমি ওনাদের পাশে আছি। এই ঘটনা নিয়ে গোটা চিকিৎসক মহল প্রতিবাদ করছে। আমি ওই পেশাকে যথেষ্ট সম্মান করি। কিন্তু তাঁরা রাস্তায় নেমে পড়েছে। রাজ্যের হাসপাতালগুলিতে পরিষেবা ব্যাহত হচ্ছে। ওনাদের দাবি ন্যায্য। সরকারের উচিত ওনাদের দাবি নিয়ে পদক্ষেপ নেওয়ার। কিন্তু আপনারা ভেবে দেখেছেন এই সময় যদি কোনও গরীব পরিবারের মুমূর্ষু রোগী অসুস্থ হয় এবং বিনা চিকিৎসায় যদি কোনও সমস্যা হয় তাহলে কি এই ডাক্তাররা নিজেদের মাফ করতে পারবেন"?
#WATCH | On the rape-murder incident at Kolkata's RG Kar Medical College and Hospital, TMC MP Shatrughan Sinha says, "What has happened to the girl of our family is a great tragedy, a great loss, a great shock...if anyone even thinks of it his condition will worsen. I express my… pic.twitter.com/BEOn8Q8MbW
— ANI (@ANI) August 18, 2024