অভিষেক ব্যানার্জি। (Photo Credits: Facebook)

কলকাতা, ২৯ নভেম্বর: বিজেপি (BJP) নেতাদের 'ভাইপো' মন্তব্যে বেজায় ক্ষুব্ধ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি (MP Abhishek Banerjee)। সাতগাছিয়ার সভা থেকে আজ তারই পাল্টা জবাব দিয়ে তিনি বললেন,"সবার আক্রমণের লক্ষ্য এখন ভাইপো। বিজেপি নেতারা একটাই কথা বলছেন, ভাইপো। সব দলের নেতারাও বারবার বলছেন ভাইপো। ভাইপো বললেও, কারও নাম নেওয়ার সাহস নেই। কেউ আমার নাম নিতে সাহস পায়না। নাম ধরে আক্রমণ করলে আইনি ব্যবস্থা নিয়েছি। তাই এখন আর কেউ নাম নিচ্ছে না। বুকের পাটা থাকলে নাম নিয়ে আক্রমণ করুন। আমি নাম করে বলছি দিলীপ ঘোষ গুন্ডা। আমি নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন।’

শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি আরও বলেছেন, "মমতা ব্যানার্জি রাতারাতি তৈরি হননি। তৃণমূলে কেউ রাতারাতি নেতা হননি। তৃণমূলে কেউই প্যারাশুটে নামেনি, লিফটে ওঠেনি। লিফটে উঠলে আমিও একগুচ্ছ পদের অধিকারী হতাম। প্যারাসুটে নামলে দক্ষিণ কলকাতার প্রার্থী হতাম।" আরও পড়ুন, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪১,৮১০, মৃত ৪৯৬ জনের

একুশে ভোটের লড়াইয়ে এগিয়ে যাওয়ার জন্য জনতার আশীর্বাদ চেয়ে তিনি জানিয়েছেন,"আপনাদের আশীর্বাদ নিয়েই একুশের লড়াই। ডায়মন্ড হারবারের মাটি থেকে শুরু একুশের লড়াই। তৃণমূল কংগ্রেস নির্বাচন লড়তে জানে, লড়ে নেব। একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি বিজেপি। কারও কোনও অসুবিধা থাকলে আমাকে বলুন। আমাকে জানান, কেউ দোষ করে থাকলে জেলে ঢোকাব।"