মমতা বন্দোপাধ্যায়

কলকাতা, ২১ জুলাই: করোনা সংক্রমণের আশঙ্কা গতবারের মত এবারও রাজ্যের শাসক দলের সবচেয়ে বড় অনুষ্ঠান বা দিবস পালন জনসমাগম এড়াতে ভার্চুয়াল মাধ্যমেই হবে। ৫০ লক্ষের বেশি দলীয় কর্মী-সমর্থক মমতার ভার্চুয়াল এই সমাবেশ অংশ নিতে চলেছেন। এবারের ২১ জুলাই একেবারেই ব্যতিক্রমী হচ্ছে বেশ কিছু কারণে। এবার আর বাংলার মানুষকে বোঝানোর দরকার নেই কেন দিদিকে চায়। দিদিকে চাওয়া বাংলা জিতে তৃণমূলের লক্ষ্য এবার দেশজয়ের। ২০২৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী-অমিত শাহ-দের হারাতে মরিয়া দিদি কী কৌশল নেয় তার একটা আভাস মিলবে এবারের শহিদ দিবসে।

কখন থেকে শুরু হবে তৃণমূলের ভার্চুয়াল শহিদ দিবসের অনুষ্ঠান

আজ, বুধবার দুপুর ২টোয় দলের শহীদ দিবসের ভার্চুয়াল মঞ্চে বক্তব্য রাখবেন।

কোন কোন চ্যানেলে টিভিতে সরাসরি দেখা যাবে

এবিপি আনন্দ, জি ২৪ ঘণ্টা, নিউ ১৮ বাংলা, নিউজ টাইম সহ সব কটি বাংলা ও ইন্ডিয়া টুডে সহ সব কটি ইংরেজি নিউজ চ্যানেলেই সরাসরি দেখানো হবে দিদির বক্তব্য।

ইন্টারনেটের মাধ্যমে কীভাবে দেখবেন

দুপুর দুটোয় ভাষণ দেবেন দলনেত্রী মমতা ব্যানার্জি। ফেসবুক সহ দলের সবকটি সোশ্যাল মাধ্যম, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার থেকে সরাসরি মমতার ভাষণ প্রচারিত হবে।

এবার ২১ জুলাই নতুন কী

দিল্লি, উত্তরপ্রদেশের নানা জায়গায় এলডি স্ক্রিনের মাধ্যমে তৃণমূলের শহিদ দিবসে দিদির বক্তব্য দেখানো হবে। পড়শির দুই বিজেপি শাসিত রাজ্যে অসম, ত্রিপুরাতেও বড় স্ক্রিনে দেখানো হবে মমতার ভাষণ। ত্রিপুরার চারটি জায়গায় জায়ান্ট স্ক্রিনে মমতার ভাষণ দেখা হবে। পঞ্জাব, তামিলনাড়ুতেও একুশের ভার্চুয়াল সভা হতে চলেছে।

এবার ২১শে জুলাই তৃণমূলের লক্ষ্য

গোটা দেশজুড়ে মমতার বক্তব্য ছড়িয়ে দেওয়া। ২০২৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সব বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়া।