মমতার মন্ত্রিসভা(Photo Credits :ANI)

কলকাতা, ১০ মে: গত ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন৷ সেদিনও অত্যন্ত সংক্ষিপ্তকারে হয়েছিল শপথগ্রহণ অনুষ্ঠান৷ সোমবার অর্থাৎ আজ ১০ মে মাত্র সাত মিনিটে শপথ নিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন সদস্য৷ এদের মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী৷ বাকি ১৯ জন প্রতিমন্ত্রী৷ আবার এই প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন স্বাধীন দপ্তরও পাচ্ছেন৷ রবিবারই ৪৩ জন ক্যাবিনেট মন্ত্রীর নামের তালিকা রাজভবনে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ আজ শপথের সময় দেকা গেল নতুন মন্ত্রিসভায় পুরোনোদের ভিড় অনেকটাই বেশি৷ এবারের মন্ত্রিসভায় ১৬ জন নতুন মুখকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এক ঝলকে দেখে নিন তালিকা৷   আরও পড়ুন-Swearing-In Ceremony Of Mamata Banerjee's Cabinet: করোনাকাল, ৭ মিনিটে শপথ নিল মমতার মন্ত্রিসভা

নতুন মন্ত্রী

বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি।

পূর্ণ মন্ত্রী

সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিমচন্দ্র হাজরা, মানসরঞ্জন ভুঁইঞা, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিংহ, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, গোলাম রব্বানি, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরি৷

প্রতি মন্ত্রী  

দিলীপ মন্ডল, আক্রুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, সবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশচন্দ্র অধিকারী, মনোজ তিওয়ারি৷

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী  

বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যারাণী টুডু, বুলু চিক বরাইক, সুজিত বসু, ইন্দ্রনীল সেন৷