কলকাতা: ওড়িশার কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর (Congress MP Dheeraj Sahu) বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ২০০ কোটি টাকা উদ্ধার হয়েছে। আরও পড়ুন: Mamata Banerjee Attack Central Government: ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ, ভিডিয়োতে শুনুন মমতা ব্যানার্জির বক্তব্য
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (TMC leader Kunal Ghosh) বলেন, "এটি একটি তদন্তের (investigation) বিষয় এবং বর্তমানে আমাদের এই বিষয়ে মন্তব্য করা উচিত নয় তবে কংগ্রেসকে এটি নিয়ে ভাবতে হবে। বিজেপি (BJP) যখন টিএমসিকে (TMC) হয়রানি করার জন্য কেন্দ্রীয় এজেন্সি পাঠায়, কংগ্রেস বড় বড় কথা বলে এবং তাদের সমর্থন করে। কিন্তু যখন তাদের নিজেদের নেতাদের উপর অভিযান চালানো হয়, তখন ওদের খারাপ লাগে।" আরও পড়ুন: Mamata Banerjee: কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা আদায়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ মমতা! ভিডিয়োতে শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata: On over Rs 200 crore cash recovered in the raid on Congress MP Dheeraj Sahu, TMC leader Kunal Ghosh says, " This is a matter of investigation and currently we must not comment on this but Congress needs to think about it. When BJP sends central agencies to… pic.twitter.com/CEFatMVC7S
— ANI (@ANI) December 10, 2023