কলকাতা: বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা (Pending funds) আদায়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দ্বারস্থ হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। আরও পড়ুন: Mahua Moitra: 'আমি এর শেষ দেখে ছাড়ব', আরও ৩০ বছর বিজেপির বিরুদ্ধে লড়ার হুঙ্কার মহুয়ার
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি ১৭-২০ ডিসেম্বরের মধ্যে দিল্লি (Delhi) যাচ্ছি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছি। আমরা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য বকেয়া থাকা টাকা পাইনি। প্রতিটি রাজ্য যদি তার ভাগের টাকা পায়, তাহলে আমরা তা পাচ্ছি না কেন?" আরও পড়ুন: Suvendu Adhikari On Giriraj Singh's Remark: মমতা সম্পর্কে গিরিরাজ সিং-এর মন্তব্যকে সমর্থন, ভিডিয়োতে শুনুন শুভেন্দুর বক্তব্য
দেখুন ভিডিয়ো:
#WATCH | West Bengal CM Mamata Banerjee says, "I am going to Delhi between 17th-20th December. I have written to the PM seeking time to meet him. We have not received pending funds towards various central schemes. If every state is getting its share of the money, then why are we… pic.twitter.com/NaNL3q5gCI
— ANI (@ANI) December 9, 2023