ইন্দিরা গান্ধীর জমানায় আজকের দিকে দেশজুড়ে জারি হয়েছিল এমার্জেন্সি (Emergency)। স্বাভাবিকভাবেই এই দিন নিয়ে বিজেপির তরফ থেকে রাজনীতি হচ্ছে। এই বিশেষ দিনকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করছে বিজেপি নেতৃত্ব। যদিও এই নিয়ে বিরোধীরাও পাল্টা রাজনীতি শুরু করেছে। বর্তমান সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে যেভাবে সরকার বিরোধীদের কন্ঠরোধ করার জন্য ব্যবহার করছে, এবং গণমাধ্যমকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, সেটাকে সংবিধান হত্যার সমান বলেই দাবি করছে কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলি।
বিজেপির সমালোচনায় কুণাল ঘোষ
এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “অতীতে যেটা ঘটেছে, সেটার আলাদা সময় ছিল। ইতিহাস সেটার মূল্যায়ণ করেছে। কিন্তু বিজেপি বর্তমানে এই নিয়ে যে রাজনীতি করছে, সেটার অধিকার তাঁদের নেই। কারণ সংবিধানের আত্মার ওপর হাঁতুড়ি পেটাচ্ছে বিজেপি। সংবিধানকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে। দেশের নাগরিকদের অধিকার, গণমাধ্যম, কেন্দ্রীয় সংস্থার অধিকার খর্ব করে সকলের মুখ বন্ধ করতে চাইছে বিজেপি। এটাও সংবিধান হত্যার সমান। ফলে এখন সংবিধানকে বাঁচানোই আমাদের মূল কাজ”।
দেখুন কুণাল ঘোষের মন্তব্য
Kolkata, West Bengal: On the completion of 50 years of Emergency, TMC leader Kunal Ghosh says, "Our Chief Minister and All India Senior World Congress Supremo Mamata Banerjee has clearly stated that what happened was a time and a step. Its value will be judged by history. But BJP… pic.twitter.com/DFdsr6YOPz
— IANS (@ians_india) June 25, 2025
কংগ্রেসের পাশে বিরোধীরা
প্রসঙ্গত, আজ দেশজুড়ে বিজেপি সংবিধান হত্যা দিবস পালন করছে। এই নিয়ে বিজেপি ও কংগ্রেসের তরজা চরমে। তবে এই নিয়ে বিরোধী পক্ষের অধিকাংশ দলই কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। সেই সঙ্গে বিজেপিকেও তীব্রভাবে আক্রমণ করছে।