বুলডোজার (Bulldozer) মামলার রায়ে বেশ ভালোই অস্বস্তিতে পড়েছে কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় অনুযায়ী, নির্বিচারে কারোর বাড়ি ধ্বংস করা যাবে না। যদি কোনও অভিযুক্ত দোষী হয়, তাহলে আদালত তাঁকে শাস্তি দেবে, প্রশাসনের হাতে কোনও বিচার করার অধিকার নেই। বিগত কয়েক বছরে আমরা দেখতে পেয়েছি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে অভিযুক্ত বা কোনও গ্যাংস্টারের সম্পত্তিতে নির্বিচারে বুলডোজার চালিয়ে যাচ্ছে প্রশাসনিক আধিকারিকরা। এবার থেকে আদালতের নির্দেশ না মেনে কারোর সম্পত্তি ভাঙা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত।
আর এই রায়কে প্রকাশ্যে সমর্থন জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, "এগুলি সবই ঝলনা। এটা গনতন্ত্র। যদি কোনও ব্যক্তি অনৈতিক কাজ করেন, তাঁর বিরুদ্ধে আদালত আইনি পদক্ষেপ নেবে। যদি কারোর বাড়িও ভাঙা হয়, সেক্ষেত্রে কোর্ট অর্ডার অবশ্যই জরুরি। রাজনৈতিক সভা ও মিছিলে বুলডোজারের উল্লেখ করে ভয় দেখানো গনতন্ত্র বিরোধী। এটা গনতান্ত্রিক উপায় নয়, আইনি ও সাংবিধানিকভাবে বিজেপিকে সেকথাই মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট"।
Kolkata, West Bengal: TMC leader Kunal Ghosh, on the bulldozer justice given by the Supreme Court, says, "This is all a gimmick. This is democracy; if someone does something wrong, legal steps are required for that. If someone's house has to be demolished, a court order is… pic.twitter.com/dRxrOHcJ24
— IANS (@ians_india) November 13, 2024