কলকাতা: বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (West Bengal Governor CV Ananda Bose) তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC General Secretary Abhishek Banerjee)। কেন্দ্রীয় সরকারের (Central government) কাছে তাঁকে মণিপুর (Manipur) বা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মতো বিজেপি শাসিত রাজ্যের রাজ্যপাল করারও অনুরোধ করেন।
এপ্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ (request) করব যে পশ্চিমবঙ্গের রাজ্যপালের যে 'বুদ্ধি' (intellect) আছে তা আমাদের বিবেচনা করা উচিত এবং অবিলম্বে তাঁকে মণিপুর (Manipur) এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যে পাঠানো (send) উচিত। বাংলায় নয়, ডাবল ইঞ্জিন সরকার শাসিত (double-engine government-ruled) মণিপুরে এমন বুদ্ধি ও প্রজ্ঞার (wisdom) মানুষের বেশি প্রয়োজন।" আরও পড়ুন: Abhishek Banerjee Attack BJP: 'প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি', পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে অভিযোগ অভিষেকের
দেখুন ভিডিয়ো:
VIDEO | "I would request Central government that it is need of the hour that we should take cognizance of 'intellect' that Governor of West Bengal has and immediately send him to states like Manipur, MP. A man of such intellect, wisdom is needed more in double-engine… pic.twitter.com/yuHAwXvu2M
— Press Trust of India (@PTI_News) July 6, 2023