কলকাতা: কিছুদিন আগে বিদেশ যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC general secretary Abhishek Banerjee) স্ত্রী (wife) রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। তারপরই এই বিষয় নিয়ে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief & WB CM Mamata Banerjee)। তোপ দেগেছিলেন অভিষেকও।
এবার জাতীয় আর্থিক দুর্নীতি সংস্থা ইডির (Enforcement Directorate) বিরুদ্ধে তাঁর বিদেশ ভ্রমণ (overseas visit) অযথা ও ইচ্ছাকৃত (deliberately and unnecessarily) আটকানোর অভিযোগ তুলে বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সর্বোচ্চ আদালতকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন তিনি। আরও পড়ুন: WB Panchayat Election 2023: যদি এই পঞ্চায়েত নির্বাচনের সময় গণতন্ত্র মারা যায়, তাহলে তাঁর খুনি কে? প্রশ্ন রাজ্যপালের
জুন মাসের ৮ তারিখ সকাল ১১টা নাগাদ কলকাতার (Kolkata) সিজিও কমপ্লেক্সে থাকা ইডির অফিসে (Enforcement Directorate office) কয়লা পাচার কাণ্ডের (coal smuggling case) তদন্তকারীরা জেরার জন্য তলব করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC leader Abhishek Banerjee) স্ত্রী (Wife) রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। তিনি প্রায় সাড়ে বারোটা নাগাদ ইডি অফিস আসেন। এরপর থেকে টানা প্রায় চার ঘণ্টা তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিভিন্ন প্রশ্নের (questioning) মুখোমুখি হতে হয় তাঁকে।
#RujiraBanerjee, wife of #TMC national general secretary #AbhishekBanerjee, on Thursday moved the #SupremeCourt accusing #EnforcementDirectorate of deliberately and unnecessarily creating hurdles for her overseas visit. pic.twitter.com/uBrNKzR4Dy
— IANS (@ians_india) July 6, 2023