প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

কলকাতা, ৩ মার্চ: সোমবার আকাশ মেঘলা থাকলেও মঙ্গলবারই জোড়া ঘূর্ণাবর্তের চাপে রাজ্যে বৃষ্টি (rainfall) হবে। এমনই পূর্বাভাস দিল আলিপুরের হাওয়া অফিস। জানা গিয়েছে, এদিন মূলত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃ্ষ্টি হবে। তবে বৃষ্টি না হলেও কলকাতার আকাশ থাকবে মেঘলা। এদিন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিকে ঝাড়গ্রাম ও বীরভূম জেলার বিশ কিছুটা অংশে শিলাবৃষ্টি হয়েছে। বুধবার ফের বাড়বে বৃষ্টি। সেই বৃষ্টির প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে।

আলিপুরের হাওয়া অফিস সূত্রের খবর, জোড়া ঘূর্ণাবর্ত বিরাজ করছে বঙ্গে। একদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। অন্যদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। এই দুইয়ের চাপেই ফের বসন্তে অকাল বৃষ্টিতে ভিজতে চলছে রাজ্য। এমনিতেই বসন্তে মন ভরে দৃশ্য যাপন বাঙালির অঙ্গ। সামনেই রঙের উৎসব দোল আসছে। ঠিক তার আগে ফের বৃষ্টির সম্ভাবনা মনে মেঘ জমিয়েছে। বৃষ্টি হওয়া মনেই দোলের আনন্দ চৌপাট হয়ে যাবে। এটি একেবারেই চায় না। বাঙালি। তবে কী আর করা যাবে, আবহাওয়ার উপরে তো কারোর তেমন নিয়্ন্ত্রণ নেই। আরও পড়ুন- West Bengal Weather Update: দোল উৎসবের আগেভাগেই ফের ভিজতে চলেছে রাজ্য, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

আকাশে বাতাসে বসন্তের পূর্বাভাস। ফুলে ফলে রঙে রঙীন গোটা রাজ্য। শীত সবে বিদায় নিয়েছে, তবে বৃষ্টি তার ব্যাটিং থামাতে নারাজ। সোমবার বেলা বাড়লেই রোদ্দুরের জায়গা নেবে মেঘলা আকাশ। দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। মঙ্গলবার সেই বৃষ্টি বিক্ষিপ্তের খোলস ছেড়ে একেবারে স্বমহিমায় অবকীর্ণ হবে। বলতে পারেন। আগামী কাল থেকেই ফের বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে। সঙ্গে থাকবে ঝোরো হাওয়াও। মূলত দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া , পুরুলিয়া, দুই বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া এবং হাওড়াতে এই তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে