Kolkata: রিজেন্ট পার্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের ৩ সদস্যের
বিষ (Photo credits: Pixabay)

কলকাতা, ২৬ জুন: বিষ (Poison) খেয়ে আত্মহত্যার (Suicide) চেষ্টা একই পরিবারের তিন সদস্যের। কলকাতার রিজেন্ট পার্কের ঘটনা (Regent Park)। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনই বাঘাযতীন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের শরীর থেকে বিষ বের করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ

২৪ ঘণ্টার খবর অনুযায়ী, রিজেন্ট পার্ক থানা এলাকার সোনালি পার্ক আবাসনের বাসিন্দা ওই পরিবার। দুই ছেলেকে নিয়ে থাকতেন মা। সংসারের অভাব রয়েছে। লকডাউনের জেরে সেই আর্থিক সমস্যা আরও চরমে ওঠে। দুই ছেলের কেউ কোনও কাজ করতেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। মায়ের একার রোজগারেই চলত সংসার। দুই ছেলের মধ্যে একজন বিশেষভাবে সক্ষম। আরও পড়ুন: ICSE, CBSE 2020 Results Date: আইসিএসই ও সিবিএসইকে ১৫ জুলাইয়ের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলপ্রকাশ করার নির্দেশ সুপ্রিমকোর্টের, জেনে নিন মূল্যায়ন পদ্ধতি

এখন করোনার জেরে লকডাউনের ফলে সেই আয় নিয়েও টানাটানি দেখা দিয়েছিল। যারফলে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছিল ওই পরিবার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অর্থকষ্টের জেরে মানসিক অবসাদ থেকেই এদিন সকালে বিষ পান করে মা ও দুই ছেলে। তবে প্রকৃত কারণ এখন স্পষ্ট নয়। ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থনার পুলিশ।