Firecracker Representative Photo (Credits: Pixabay)

কালী পুজোয় (Kali Puja 2024) বাজি ফাটাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হল। সেই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হয়েছে তিন শিশুর। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার (Howrah) উলুবেড়িয়ায় (Uluberia) পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বানিতলার ঘটনা। আগুনে পুড়ে গিয়েছে বাড়ির একটি অংশ। আলোর উৎসবে মর্মান্তিক ঘটনার সাক্ষী উলুবেড়িয়া।

স্থানীয় সূত্রে খবর, কালী পুজো উপলক্ষ্যে শুক্রবারও এলাকায় বাজি পড়ানো হচ্ছিল। এলাকার স্থানীয় বাসিন্দা কাজল মিস্ত্রির বাড়ির সামনে জড়ো হয়ে পাড়ার বাচ্চারা বাজি ফাটাচ্ছিল। বাজির আগুনের ফুলকি কোনভাবে বাড়ির ভিতরে গিয়ে পড়ে। যা থেকে জামাকাপড়ে আগুন লেগে যায়। বাড়ির ভিতরে রান্নার গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের জেরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে ওই বাড়িতে। বাড়ির ভিতরেই আটকে পড়েন পরিবারের লোকজন। বাড়িতে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। যে যার মত জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে।

উলুবেড়িয়ায় আগুনে পুড়ল বাড়ি, ঝলসে মৃত ৩ শিশু... 

তবে ঘটনাস্থলে দমকলের পৌঁছতে পৌঁছতেই তিন শিশু আগুনে ঝলসে যায়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে তাঁদের মৃত বলে জানিয়ে দেন চিকিৎসক।  মৃত তিন শিশু হল তানিয়া মিস্ত্রি (১১), ইশান ধারা (৩) এবং মমতাজ খাতুন (৫)। ঘটনার ভয়াবহতায় স্তব্ধ গোটা এলাকা।