কোথাও চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে। কোথাও আবার ন্যায্য ডিএ-এর দাবি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াই চালাচ্ছেন সরকারী কর্মীরা। ইতিমধ্যেই অবশ্য এই আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ দিতেই হবে। এই নির্দেশের পর আপাতত চাপে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে রাজ্য প্রশাসনের সরকারি কর্মীদের ওপর এমন আচরণ নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতে, রাজ্যের কর্মীদের প্রতি সৎমাতৃসুলভ আচরণ করছে সরকার।
পে কমিশন নিয়ে রাজ্য সরকারের সমালোচনা শুভেন্দুর
তাঁর দাবি, রাজ্যে আড়াইশো কোটি টাকা থরচ করে কালচারাল সেন্টার তৈরি হয়েছে। ৯ হাজার কোটি টাকা প্রতিবছর ইমামদের ভাতা দিতে বরাদ্দ করা হয়েছে। এইসব না করে তো রাজ্যে সপ্তম পে কমিশন চালু করতে পারত রাজ্য সরকার। কিন্তু এখনও তা রাজ্যে গঠনই করা হয়নি। এদিকে কেন্দ্রে সপ্তম পে কমিশনের অষ্টম পে কমিশনের কমিটি গঠন করা হয়েছে। আসলে রাজ্য সরকার কর্মীদের প্রতি সৎমাতৃসুলভ আচরণ করছে।
দেখুন শুভেন্দু অধিকারীর মন্তব্য
#WATCH | Kolkata | West Bengal LoP & BJP leader Suvendu Adhikari says, "This is an insolvent government and will soon be removed from power... Mamata Banerjee should keep both her eyes open; they are building a cultural centre worth Rs 250 crores. They are providing a salary of… pic.twitter.com/x1rn1qEGnx
— ANI (@ANI) May 16, 2025
রাজ্য সরকারকে দেউলিয়া মন্তব্য শুভেন্দুর
সেই সঙ্গে শুভেন্দু আরও বলেন, এই সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এই সরকারের অবস্থা কী হতে চলেছে, আপনারা দেখতেই পাবেন। নিজেদের বিপদ বুঝতে পেরেই শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে দলের ক্যাডারদের ঢুকিয়ে দিচ্ছে। সরকার নিজের আর্থিক ও ক্ষমতার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সেই কারণেই বাংলার অবস্থা অত্যন্ত শোচনীয়।