উপ-নির্বাচনেও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও চলছে দেদার ছাপ্পা ভোট, কোথা কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতিতে উত্তপ্ত হচ্ছে এলাকা। বিশেষ করে উত্তরবঙ্গের সিতাই ও মাদারিহাট থেকে ঝামেলার খবর উঠে আসছে। সিতাইয়ের তৃণমূল নেতা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়েছে। জানা যাচ্ছে, সিতাইয়ের একাধিক ভোটকেন্দ্রে ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার অভিযোগ তুলছেন স্থানীয় তৃণমূল নেতা। অন্যদিকে সিতাইয়ের একটি ভোটকেন্দ্রে দেখা গেল ইভিএমে (EVM) বিজেপি সহ আরেকটি দলের প্রার্থীর নাম ও বোতামের ওপর সেলোটেপ মারা রয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

জানা যাচ্ছে হোকদাহ আদিবাড়ি এসএসকে এলাকায় ২ নং পোলিং বুথে ঘটনাটি ঘটেছে। এদিন দুপুরে বিজেপি প্রার্থী দীপক কুমার রায় বুথে যান। সেখানেই তিনি প্রথম বিষয়টি দেখেন। তারপরেই ঘটনাটি নিয়ে প্রিসাই়িং অফিসারের সঙ্গে বচসা বাধে। চাপে পড়ে অফিসার ওই সেলোটেপ দুটি তুলে নেন। তবে বিজেপি প্রার্থী হুশিয়ারি দেন কমিশনে এই অভিযোগ জানাবেন। আর এই সবের জন্য তৃণমূলকেই দোষারোপ করছে বিজেপি।

যদিও এইসব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন উদয়ন গুহ (Udayan Guha)। তাঁর মতে, "দুই কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। কোথাও কোনও অশান্তি হচ্ছে না। বিজেপি অভিযোগ করছে যে তাঁদের নাকি কর্মীদের বসতে দেওয়া হচ্ছে না। কিন্তু তৃণমূল কর্মীরা কোথাও কোনও এই সমস্যা করছে না। আবার সিতাইয়ের একটি কেন্দ্র থেকে খবর আসছে যে বিজেপির প্রার্থী ও বোতামের ওপর নাকি সেলোটেপ মারা ছিল। এই নিয়ে প্রিসাইডিং অফিসারের ওপর চড়াও হচ্ছে বিজেপি। এটাও তো হতে পারে যে বিজেপি প্রার্থী নিজেই সেলোটেপ লাগিয়ৈ এই অভিযোগ করছে। কারণ কোনও ভোটারই এই নিয়ে আগে কোনও অভিযোগ করেনি"।