Earthquake (Photo Credit: File Image)

কলকাতাঃ সাত সকালে ভূমিকম্পে(Earthquake) কাঁপল কলকাতা(Kolkata)। শুধু কলকাতাই নয়, কম্পন অনুভূত হয় কলকাতা সংলগ্ন এলাকাতেও। এমনকী দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে উত্তরবঙ্গও। মঙ্গলবার সকাল ৬.৪০ নাগাদ আঘাত হানে এই ভূমিকম্প। দীর্ঘ ১ মিনিট ধরে কম্পন অনুভূত হয়। আতঙ্কে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ।

বছরের শুরুতেই কলকাতায় ভূমিকম্প

ভূমিকম্পের প্রভাব পড়ে পড়শি রাজ্য বিহারেও। সূত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। জানা যাচ্ছে, ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল, ভুটান, বাংলাদেশ। এমনকী চিনেও অনুভূত হয় কম্পন। উৎসস্থলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কম্পনের মাত্রা তীব্র হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শেষ ২০১৫ সালে তীব্র মাত্রায় ভূমিকম্প হানা দেয় নেপালে। সেবার কম্পনের মাত্রা ছিল ৭.৮। সেই ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় দেশটির বড় অংশ। মৃত্যু হয় ৯ হাজার মানুষের।

 সাত সকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা