কলকাতা, ৭ সেপ্টেম্বর: করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) আসতে চলেছে। তবে চিন্তার কিছু নেই। নিয়ম মেনেই পুজো করুন। গতবার দুর্গা পুজোর সময় নবান্নের তরফে যে নিয়ম বেঁধে দেওয়া হয়, এবারও তা কার্যকর হবে। নবান্নের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী নিশ্চিন্তে পুজো করুন। দুর্গা পুজোর (Durga Puja 2021) এক মাস আগে এবার এমনই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনাকালে (COVID 19) একুশের দুর্গা পুজো কেমন হবে, তা নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী (West Bengal CM) বলেন, নিশ্চিন্তে সবাই পুজো করুন। নবান্নের (Nabanna) বেঁধে দেওয়া নিয়ম মেনে পুজো করুন। তবে দুর্গা পুজোর সময় রাতে প্যান্ডেলে ঘোরাফেরা যাবে কি না, তা নিয়ে ভোটের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: কোভিড 'প্রটোকল' মেনে দুর্গা পুজো, জানালেন মুখ্যমন্ত্রী
এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, ষষ্ঠী থেকে দশমী পার করে, ১৮ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল করা যাবে কি না, তা নিয়েও আর কয়েকদিন পর সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ কিছু দিক খতিয়ে দেখে তবেই এ বিষয়ে নবান্ন সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে।
মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) জানান, রাজ্যের ক্লাবগুলোকে পুজোর সময় স্যানিটাইজেশন করতে হবে বেশি করে। সেই সঙ্গে মাস্ক বিলির ব্যবস্থা করতে হবে গতবারের মতো। যত বেশি মাস্ক ব্যবহার করা হবে, কোভিড নিয়ে সচেতনতা তত বাড়বে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।