মুম্বই, ৫ সেপ্টেম্বর: ৫ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার মুক্তি পাচ্ছে দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files)। শুক্রবার মুক্তি পেলেও, এই সিনেমা নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। দ্য় বেঙ্গল ফাইলসের মুক্তি পশ্চিমবঙ্গে (West Bengal) কেন হচ্ছে না, তা নিয়ে বার বার প্রশ্ন তুলছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পশ্চিমবঙ্গের (West Bengal Govt) কোনও হলে বা মাল্টিপ্লেক্সে যাতে বেঙ্গল ফাইলস দেখানো না হয়, তার জন্য রাজ্য সরকার এবং পুলিশ হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন সিনেমার পরিচালক, প্রযোজক। ফলে এর বিরুদ্ধে যাতে আইনি পদক্ষেপ করা যয়া, সে বিষয়ে চিন্তাবাবনা চলছে বলেও মন্তব্য করেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)।
আরও পড়ুন: The Bengal Files: 'দ্য বেঙ্গল ফাইলস' দেখানো হবে না রাজ্যের হলগুলিতে? রাষ্ট্রপতিকে চিঠি পল্লবী যোশীর
দ্য বেঙ্গল ফাইলসে কী রয়েছে
১৯৪৬ সালে যে গোষ্ঠী সংঘর্ষ হয় কলকাতায়, সে বিষয়ে বেঙ্গল ফাইলসে তুলে ধরা হয়েছে। ফলে বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ ঘিরেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে রাজ্য়ে। এই সিনেমায় শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস রয়েছেন। ফলে তাঁদের অভিনয় নিয়েও বিতর্ক শুরু হয়েছে।
বিবেক অগ্নিহোত্রী কী বললেন
দ্য বেঙ্গল ফাইলস নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যা করছে, তা বেআইনি এবং অগণতান্ত্রিক বলে অভিযোগ করেন বিবেক অগ্নিহোত্রী। একটি রিট পিটিশন দায়ের করা হবে বলে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন। তবে ছবি মুক্তির দিন কী হয়, তার উপর নির্ভর করছে সমস্ত সিদ্ধান্ত। এমনও মন্তব্য বিবেক অগ্নিহোত্রীকে করতে শোনা যায় মুম্বইতে দাঁড়িয়ে।
দ্য বেঙ্গল ফাইলস যাতে দেখানো না হয়, তার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গের এমন বেশ কয়েকজন হল মালিকের কাছ থেকে তিনি এমন অভিযোগ শুনেছেন বলে দাবি করেন পরিচালক।
শুধু তাই নয়, মাল্টিপ্লেক্সগুলিতেও যাতে বেঙ্গল ফাইলস দেখানো না হয়, তার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন বিবেক অগ্নিহোত্রী।
এদিকে দ্য বেঙ্গল ফাইলস কেন পশ্চিমবঙ্গে দেখানো হবে না, তা নিয়ে পরিচালকের স্ত্রী তথা অভিনেত্রী পল্লবী যোশী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্মরণাপন্ন হয়েছেন। তিনি রাষ্ট্রপতিকে এ বিষয়ে খোলা চিঠি পাঠিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই চিঠি পোস্টও করেন পল্লবী যোশী।
এসবের পাশাপাশি দ্য বেঙ্গল ফাইলস বাংলাতেও ডাব করা হয়েছে। কয়েক লক্ষ বাঙালি এই সিনেমা দেখতে চান বলেই এই ছবি বাংলায় ডাব করা হয়েছে বলেও জানান বিবেক অগ্নিহোত্রী।
বিবেক অগ্নিহোত্রীর অন্য সিনেমা
২০১৯ সালে মুক্তি পায় দ্য তাসখণ্ড ফাইলস। ২০২২ সালে মুক্তি পায় দ্য কাশ্মীর ফাইলস। যা নিয়েও জোর বিতর্ক শুরু হয়। আর এবার পরিচালকের দ্য বেঙ্গল ফাইলস নিয়েও জোরদার বিতর্ক শুরু হয়েছে বাংলা জুড়ে।