Pallavi Joshi On The Bengal Files (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ সেপ্টেম্বর: দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) নিয়ে বিতর্ক তুঙ্গে। পশ্চিমবঙ্গের (West Bengal) সিনেমা হলগুলিতে বেঙ্গল ফাইলস মুক্তি পাচ্ছে না। এমন খবরই সূত্রের তরফে আসতে শুরু করেছে। অর্থাৎ রাজ্যে বেঙ্গল ফাইলসের মুক্তি এখনও বন্ধ বলে জানা যাচ্ছে। সিনেমা হল থেকে মাল্টিপ্লেক্স কোথাও, দ্য বেঙ্গল ফাইলস দেখাতে হল মালিকরা রাজি হচ্ছেন না বলে খবর। এরই প্রেক্ষিতে এবার পদক্ষেপ করলেন দ্য বেঙ্গল ফাইলসের প্রযোজক পল্লবী যোশী (Pallavi Joshi)।

রিপোর্টে প্রকাশ, পল্লবী যোশী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন। পশ্চিমবঙ্গে বেঙ্গল ফাইলস কেন মুক্তি পাচ্ছে না, সে বিষয়ে রাষ্ট্রপতি যাতে হস্তক্ষেপ করেন, তার আবেদন করে পল্লবী যোশী চিঠি পাঠিয়েছেন বলে খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এ বিষয়ে খোলা চিঠি লিখেছেন পল্লবী যোশী।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পল্লবী যোশী ওই চিঠি পোস্ট করেন। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের সিনেমা হল, মাল্টিপেক্সগুলিতে দ্য বেঙ্গল ফাইলসের মুক্তি 'আটকানো' হচ্ছে। 'রাজনৈতিক হুমকির' জেরে বেঙ্গল ফাইলস বাংলার কোনও হলে দেখানো হচ্ছে না বলে দাবি করেন পল্লবী। তাই পশ্চিমবঙ্গে সিনেমা মুক্তির বিষয়ে যাতে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করেন, তার আবেদন করেন প্রযোজক পল্লবী যোশী।

দেখুন পল্লবী যোশীর খোলা চিঠি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে...

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মত অভিনেতারা। যা নিয়ে শাশ্বতকেও বিতর্কের মুখে পড়তে হয়েছে।

যা নিয়ে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, তিনি তাঁর চরিত্র সম্পর্কে শুধুমাত্র অবগত ছিলেন। আর কোনও বিষয় নিয়ে নয়। পাশাপাশি এই সিনেমার  নাম প্রথমে দিল্লি ফাইলস ছিল বলে তিনি জানতেন। পরে সেটি বেঙ্গল ফাইলস কবে হল, সে বিষয়ে তাঁর কোনও ধারনা নেই বলেও জানান এই প্রথম সারির অভিনেতা।

৫ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার মুক্তি পাচ্ছে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা দ্য বেঙ্গল ফাইলস।