Winter (File Photo)

কলকাতা, ১৪ ডিসেম্বর:  নিম্নচাপের গেরো কাটিয়ে ঘূর্ণাবর্তের আগল খলে পশ্চিমী ঝঞ্ঝাকে তোয়াক্কা না করে মধ্য ডিসেম্বরে শীত  (Winter  In West Bengal) এসেছে বাংলায়। সোমবারের পরে তাই মঙ্গলবারেও নামল পারদ। চলতি সপ্তাহে আর পারদ না নামলেওই এই ঠান্ডা বজায় থাকবে বলে জানিয়েছে লিপুরের হাওয়া অফিস। মঙ্গলবারও আকাশ থাকবে মেঘমুক্ত। রাজ্যের কিছু অংশে সকালের দিকে কুয়াশার দেখা মিলতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার এই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৫ ডিগ্রিতে। তবে আগামী  সপ্তাহ থেকে আরও জাঁকিয়ে পড়বে শীত। বড়দিনের আগে এমন শীতের সমারোহে বাঙালির মুকে হাসি ফুটেছে। আরও পড়ুন-New RT-PCR Kit Detected Omicron In 90 Minute: ওমিক্রনের সন্ধান মিলবে ৯০ মিনিটে, নয়া আরটি পিসিআর কিট তৈরি করল দিল্লি আইআইটি

এদিকে রাজ্যে যতদিনে উত্তুরে হাওয়ার দাপাদাপি শুরু হল, ততদিনে শৈত্যপ্রবাহে কাবু দিল্লি-সহ উত্তর পশ্চিমবারতের বিভিন্ন রাজ্য। এরাজ্যে ঠিক সময়ে শীত এলেও নিম্নচাপ ঘূর্ণাবর্তের থাবায় তা আর জাঁকিয়ে বসতে পারেনি। গরম পোষাক আলমারি, ট্রাঙ্ক থেকে বেরলেও তা গায়ে ওঠেনি। সঙ্গে নেমেছে আচমকা বৃষ্টি, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বঙ্গবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তবে এখন পরিস্থিতি অনেকটাই ভাল। আশা করা হচ্ছে, বর্ষশেষ পর্যন্ত শীতের ইনিংস এভাবেই জারি থাকবে, ছক্কা হাঁকিয়ে ২২ গজে লাফিয়ে বেড়াবে উত্তুরে হাওয়া।