পুজোর আগে কলকাতায় মেট্রোয় ভয়ঙ্কর ঘটনা। দক্ষিণেশ্বের মেট্রো স্টেশন (Dakshineswar Metro Station) ছুরিকাঘাতে মৃত্যু এক ছাত্রের। ঘটনাট ঘটেছে দুপুর আড়াইটের দিকে। ঘটনাটি দেখে তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা আহতকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর মূল অভিযুক্ত অধরা। তবে ঘটনাস্থলে থাকা তিন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
পলাতক মূল অভিযুক্ত
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে একদল পড়ুয়া স্টেশনে এসেছিল। সেখানে নন-টিকিটিং এরিয়াতে কয়েকজনের মধ্যে বচসা শুরু হয়। কাউন্টারের ঠিক সামনেই একজন ব্যাগ থেকে ছুরি বের করে অপরজনের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায় গোটা এলাকা। পুলিশ, বাকি যাত্রীরা ঘটনাস্থলে আসার আগেই অভিযুক্ত সহ কয়েকজন স্টেশন ছেড়ে পালিয়ে যায়।
গ্রেফতার বাকিরা
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে এই ঘটনায় ৩-৪ জনকে ছাত্রকে ধরে রাখে মেট্রো রেলের নিরাপত্তারক্ষীরা। তাঁদের পরবর্তীকালে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। কেন এই হামলা, মেট্রোতে ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্ত ঢুকল কীভাবে, তা খতিয়ে দেখছে পুলিশ।