দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যুবক খুনের (Dakshineswar Murder Case) ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত রানা সিং। শনিবার হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আলমবাজারের বাসিন্দা রানা এদিন ভিনরাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে পুলিশের কড়া নজরদারি এড়িয়ে যেতে পারল না। পুলিশসূত্রে খবর, আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হচ্ছে। এদিকে শনিবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যেখানে ঘটনাটি ঘটেছিল, সেই এলাকা পরিদর্শনে যান কলকাতা পুলিশের ফরেন্সিক বিভাগের আধিকারিকরা।
নাবালিকাকে নিয়ে কটুক্তির কারণে খুন
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বাগবাজার হাইস্কুলের দুই পড়ুয়া মনোজিৎ যাদব (১৮) ও রানা সিং (১৯)। এদিন দুপুরে শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ধরেছিলেন দুজনে এবং তাঁদের সহপাঠীরা। ঘটনার দু’দিন আগে থেকেই রানার পরিচিত এক কিশোরীকে নিয়ে কুকথা বলেছিল মনোজিৎ। সেদিনও দুজনের মঘ্যে বিরোধ হয়। এমনকী পরিস্থিতি হাতাহাতি পর্যায়েও চলে যায়। তবে বন্ধুদের মধ্যস্থতার পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর শুক্রবার মেট্রো করে ফেরার সময় আবারও এই বিষয় নিয়ে ঝামেলা বাধে। তবে যাত্রীদের হস্তক্ষেপে তখনও পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত
তবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেই বাধে আসল গোলোযোগ। নন টিকিটিং এলাকায় কিছু খাবারের স্টল আছে। সেদিকে মনোজিৎ এগোতে থাকে। তার পেছনে রানা ছিল। আর তাঁদের থেকে কিছুটা পেছনে ছিল বাকিরা। আর সেই সময়ই ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে মনোজিতের ওপর হামলা চালায় রানা। রক্তাক্ত অবস্থায় পড়ে সে পালিয়ে যায় মূল অভিযুক্ত। কাণ্ড দেখে আরও একজন পালিয়ে যায়। বাকি ২ জনকে আটকে ফেলে মেট্রোর নিরাপত্তারক্ষীরা। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।