আগামী কাল শিক্ষক দিবস, তাঁর আগে বৃহস্পতিবার শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করল রাজ্য সরকার। উচ্চ শিক্ষা ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে কলকাতার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় চলতি বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ সব বোর্ড ও কাউন্সিলের পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করলেন। পাশাপাশি শিক্ষক দিবসের প্রাক্কালে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্য সরকারের তরফে দেওয়া হল শিক্ষারত্ন সম্মান।
এই বছর শিক্ষারত্ন পেলেন মোট ৭৩ জন শিক্ষক। তাঁদের মধ্যে ৩৯ জন স্কুলের শিক্ষকশিক্ষিকা, ২১ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ১৩ জন ভোকেশনাল এবং অন্যান্য আইআইটি বিষয়ক শিক্ষক। সকলকে পুরস্কৃত করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।মানপত্র, শাল, ঘড়ি, স্মারক, বই এবং ২৫ হাজার টাকা পেলেন প্রত্যেকে।
শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা-সহ বিভিন্ন বোর্ডের পরীক্ষায় এবং জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হওয়া ১৯ জন ছাত্রছাত্রীকে সম্মানিত করা হল। সমস্ত বোর্ড মিলিয়ে ৩৮৭জন কৃতী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে। তাদের দেওয়া হয়েছে মানপত্র , ট্যাব, ল্যাপটপ, জেমস অফ বেঙ্গল নামে একটি বই, মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা ডায়েরি এবং ১২টি বই।
এছাড়াও সেরা ১২টি স্কুলকে শিক্ষা ও খেলাধূলায় উৎকর্ষের জন্য পুরস্কার প্রদান করলেন মুখ্যমন্ত্রী।