হলুদ ট্যাক্সি (Photo Credits: Pixabay)

কলকাতা, ১২ এপ্রিল: রাজ্যজুড়ে চলছে লকডাউন। প্রায় ১০ টি জায়গা সম্পূর্ণভাবে বন্ধ অর্থাৎ যাকে বলে হটস্পট লকডাউন। লকডাউনের মধ্যে খুব জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য আংশিক ভাবে ট্যাক্সি (Taxi) পরিষেবা চালু করার বিষয়টির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। সেই কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে পরিবহণ দফতর (Transport Department)।

গতকাল লকডাউনের মেয়াদ বাড়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। রাস্তাঘাট ফাঁকা। কিন্তু মানুষকে কাজের তাগিদে বা জরুরি প্রয়োজনে বাইরে বেরোতে হচ্ছে। কেউ যাচ্ছেন হাসপাতাল, কাউকে বা ব্যাঙ্ক, কাউকে বা জরুরি পরিষেবার কাজে। এই পরিস্থিতিতে তৎপর কলকাতা পুলিশ। রবিবার কলকাতা পুলিশের টুইটার থেকে ১০৭৩ নম্বরটি দেওয়া হয়। টুইটারে জানানো হয়, জরুরি পরিষেবার জন্য ট্যাক্সি পাওয়া যাবে। তবে, তার জন্য সেই নম্বরে ফোন করে নাম, ঠিকানা, গন্তব্য ও সেখানে যাওয়ার কারণ বলতে হবে। তারপর সেখান থেকেই ট্যাক্সি চালকদের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে পাঠানো হবে ট্যাক্সি। প্রয়োজনীয় নথি দেখালে তবেই মিলবে পরিষেবা। একটি ট্যাক্সিতে তিন জনের বেশি যাতায়ত করা যাবে না বলেও জানানো হয়েছে। আরও পড়ুন, মদ অমিল, হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে নেশার ট্যাবলেট খেয়ে মৃত্যু ২ যুবকের!

এর আগে অবশ্য রাজ্য সরকারের তরফে কলকাতার বেশ কয়েকটি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জরুরি পরিষেবায় এই বাসগুলি চলছে। কলকাতার যে রুটগুলিতে বাস চালানোর কথা ঘোষণা করা হয়েছে, সেগুলি হল- রুট S-24, হাওড়া স্টেশন-কামালগাজি। রুট C-37, এসপ্ল্যানেড-আমতলা। S-12 রুটে হাওড়া স্টেশন- নিউ টাউন। রুট S-9A, ডানলপ-বালিগঞ্জ। S-5 রুটে হাওড়া স্টেশন-গড়িয়া। C-8 রুটে জোকা -বারাসাত। তবে, এক্ষেত্রে স্থানীয় থানা থেকে করাতে হবে পাস। তবে, শুধু সরকারি পরিষেবার নয়, কলকাতায় জরুরি পরিষেবা চালু রাখতে এগিয়ে এসেছে ওলা, উবরও। জরুরি ভিত্তিতে পাওয়া যাচ্ছে তাঁদের ক্যাবও। ওলা ও উবরের কন্ট্রোল রুমের নম্বর হল 9434315892 / 833 500 2133। এছাড়াও লকডাউনের দিনে যে কোনও সমস্যায় হোয়াটসঅ্যাপ করতে পারেন 98301 77000 নম্বরে।