সিঙ্গুরের তিক্ততা ভুলে রাজ্যে বিনিয়োগে আগ্রহী রতন টাটা
রতন টাটা (Credit-PTI)

৭মে,২০১৯: বাণিজ্য বান্ধব বাংলা। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই বার্তা শিল্পপতিদের দিয়েছে। প্রতিবার বাণিজ্য সম্মেলনেই রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এবার সেই আহ্বানে সাড়া দিয়েছেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা(Ratan Tata)।

সিঙ্গুরকাণ্ডের(Singur) পর থেকে টাটা গোষ্ঠীর সঙ্গে কেমন যেন অযাচিত একটি দূরত্ব তৈরি হয়েছিল রাজ্যের। সেই দূরত্ব ঘুচতে চলেছে। টাটা তাঁদের হিতাটি কারখানা ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে (West Bengal)স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই খড়গপুরে(Kharagpur) হিতাচির নতুন কারখানা তৈরির জন্য সরঞ্জাম নিয়ে আসা শুরু হয়ে গিয়েছে। টাটা হিতাচির এমডি সন্দীপ সিং জানিয়েছেন, অনেক আগেই খড়গপুরে কারখানা তৈরির জন্য ৫৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। কিন্তু সিঙ্গুর আন্দোলনে পর সেটা থমকে যায়। এখন আবার জামশেদপুর থেকে এই কারখানা পাকাপাকিভাবে খড়গপুরে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামশেদপুরে টাটা হিতাচির কারখানা থেকে ৬৫–১২০ টনের যন্ত্রাংশ তৈরি করা হয়। ইতিমধ্যেই জামশেদপুরের হিতাচি কারখানার ৩০০ জন শ্রমিককে স্থানান্তরিত করা হয়েছে খড়গপুরে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই কারখানাটি জামশেদপুরে(Jamshedpur) তৈরি হলেও সিদ্ধান্ত হয়েছিল একটা সময়ের পর সেটি খড়গপুরে স্থানান্তরিত করা হবে। সেই লক্ষ্য নিয়েই সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির উদ্যোগ এবং খড়গপুরে হিতাচি কারখানা তৈরির উদ্যোগ একসঙ্গে নেওয়া হয়েছিল। কিন্তু সিঙ্গুর আন্দোলনের জেরে ন্যানো তৈরির কারখানা থমকে যায়। পরিস্থিতি বিবেচনা করে খড়গপুরের কারখানা স্থাপনের সিদ্ধান্তটিও সেসময় স্থগিত রেখেছিল টাটা কর্তৃপক্ষ। প্রায় এক দশক পর সেই জট কাটতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যার্জির(Mamta Banerjee) উপর ভরসা রেখেই ফের রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ দেখালেন রতন টাটা।