কলকাতা, ১১ নভেম্বর: আজ সকালেই টুইট করে বিজেপি (BJP) ছাড়ার কথা জানিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অভিনেত্রী জানান, বাংলার উন্নয়নে বিজেপির উদ্যোগ ও আন্তরিকতার অভাব রয়েছে। সেই কারণেই তিনি বিজেপি ত্যাগ করছেন। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) দাবি, বিজেপি করলে টালিগঞ্জে কাজ পাওয়া যায় না। আর সেই কারণেই শ্রাবন্তী দল ছেড়েছেন। রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, "শ্রাবন্তী স্বেচ্ছায় বিজেপিতে এসেছিলেন, আবার স্বেচ্ছায় চলে যাচ্ছেন। তাঁর দল ত্যাগে বিজেপির কোনও সমস্যা হবে না।"
বিজেপি ছেড়ে এবার কি তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়? এমনই গুঞ্জন শুরু হয়েছে টলি টাউনে। যে বিষয়ে স্পষ্টভাবে মুখ না খুললেও, শ্রাবন্তী যা বললেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছত্রছায়ায় তিনি ভবিষ্যতে আসতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহলে। টুইটেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, এবার কি গন্তব্য তৃণমূল? জবাবে শ্রাবন্তী বলেন, উত্তর সময় দেবে। আরও পড়ুন: West Bengal Weather Update: নিম্নচাপের কারণে ধাক্কা খেতে চলেছে শীতের গতি, সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা
তাই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অভিনেত্রীর এই সিদ্ধান্ত আচমকা নেওয়া নয়। বেশ ভেবে চিন্তেই। সোমবার মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র গিয়েছিল তাঁর কাছে। যদিও ব্যক্তিগত ব্যস্ততায় বিজয়া সম্মেলনীতে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে, তাঁর কাছে আমন্ত্রণপত্র যাওয়াকে রাজনৈতিক ভাবে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।