কলকাতা, ১৯ নভেম্বর: মালদার (Malda) সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে (Blast) ৫ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। বিস্ফোরণ প্রসঙ্গে রাজ্যকে আবারও নিশানা করেছে রাজ্যপাল জগদীপ ধনখর (Jagdeep Dhankhar)। টুইটে তিনি লেখেন, “মালদা জেলার সুজাপুর এলাকায় বিস্ফোরণে নিহতের ঘটনায় বিস্মিত। এসপির মতে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এবার তো বোমা তৈরির কারখানাগুলি বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। একপেশে তদন্ত না করে পেশাদার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য পদক্ষেপ করুন।”
এরপরই রাজ্য সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে সুজাপুরে বিস্ফোরণের সঙ্গে বোমার সম্পর্ক নেই। রাজ্য় স্বরাষ্ট্র দপ্তর (West Bengal Home Department) টুইট করে জানিয়েছে, মালদার সুজাপুর প্লাস্টিক কারখানার দুর্ঘটনাটি উৎপাদন প্রক্রিয়া সম্পর্কিত বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত। এর সঙ্গে অবৈধ বোমা তৈরির যোগের সম্পর্ক নেই। কিছু মহল কর্তৃক দায়িত্বহীনভাবে কথা বলা হচ্ছে।" আরও পড়ুন: Blast At Plastic Factory In Malda: মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৫ শ্রমিক
The Malda Sujapur plastic factory accident today is related to manufacturing process issues and has got nothing to do with illegal bomb-making, as suggested non- responsibly by some quarters: West Bengal Home Department pic.twitter.com/sCDUxspoUz
— ANI (@ANI) November 19, 2020
স্বরাষ্ট্র দপ্তর বলেছে,ঘটনাস্থানে জেলাশাসক এবং পুলিশ সুপার রয়েছেন। তাঁরা রাজ্য সরকারের কর্মকর্তাদের কাছে রিপোর্ট দিচ্ছেন। জরুরি তদন্ত ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একজন প্রবীণ মন্ত্রী ঘটনাস্থানে উড়ে গেছেন। এই সময় সবাইকে সঠিক হতে হবে। সরকার ক্ষতিগ্রস্ত এবং তাঁদের পরিবারকে সহায়তা করছে।"